কাউন্টি ক্রিকেটে কাঁধের ইনজুরিতে পড়েছেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। দীর্ঘ এক মাসের জন্য মাঠের বাইরে থাকবেন এই পেসার। কাউন্টি দল গ্ল্যাস্টারশায়ার এক বিবৃতিতে নাসিম শাহ’র ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে।
বুধবার (২০ এপ্রিল) গ্ল্যাস্টারশায়ার জানায়, কাউন্টি চ্যাম্পিয়নশিপের পরবর্তী চার ম্যাচে থাকবেন না নাসিম শাহ। কাঁধের ইনজুরির কারণে তাকে পাবে না দলটি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে না পেলেও টি-টোয়েন্টি ব্লাস্টে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী দলটি।
গ্ল্যাস্টারশায়ারের হয়ে নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে নিজের অভিষেক ম্যাচে মাত্র ১১ ওভার বল করেছিলেন নাসিম শাহ। এরপরেই কাঁধের ইনজুরিতে পড়েন।
ইনজুরির কারণে এখনই দেশে ফিরবেন না নাসিম শাহ। গ্ল্যাস্টারশায়ার দলের সাথেই থাকবেন। ব্রিস্টলে হবে রিহ্যাব সেশন।
এই বিষয়ে বিবৃতিতে গ্ল্যাস্টারশায়ার জানায়, “গ্ল্যাস্টারশায়ার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিকেল বিভাগ আলোচনা করে একসাথে তার রিহ্যাব কর্মসূচি ঠিক করেছে। আশা করা হচ্ছে দ্রুতই সে মাঠে ফিরতে পারবে।”
কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম অংশের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন নাসিম শাহ। এছাড়াও টি-টোয়েন্টি ব্লাস্টেও দলটির হয়ে খেলার কথা আছে তার। একই সময়ে পাকিস্তান সফর করবে ওয়েস্ট ইন্ডিজ দল। সেই সিরিজের স্কোয়াডে ডাক না পেলে টি-টোয়েন্টি ব্লাস্টের পুরোটা সময় গ্ল্যাস্টারশায়ারের সাথে থাকবেন নাসিম শাহ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর