ইনজুরি কাটিয়ে প্রায় ছয় মাস পর ক্রিকেটে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েট। তবে ফেরাটা কোনোদিক দিয়েই সুখকর হলো না তার জন্য। মাঠে নেমে বাজে বোলিংয়ের পর ব্যাট হাতে নেমে করেছেন শূন্য রান। মাঠের বাইরে থেকে খবর পান চুরি হয়েছে তার সাধের গাড়িটিও!
কার্লোস ব্র্যাথওয়েট এখন টি-টোয়েন্টি ব্লাস্টে বার্মিংহাম বিয়ার্সের হয়ে খেলছেন। অধিনায়কত্বের ভারটাও তার কাঁধেই দিয়েছে নোলে অ্যান্ড ডোরিজ ক্রিকেট ক্লাব কর্তৃপক্ষ। তবে প্রথম ম্যাচে মাঠে নেমে নিজের পুরনো রূপ দেখাতে পারেননি তিনি।
প্রথমে ব্যাট হাতে নেমে এক বল মোকাবেলা করেই শূন্য রানে আউট হয়ে গেছেন এই ব্যাটার। আশা ছিল বল হাতে পুষিয়ে দিবেন। কিন্তু কিসের কি! চার ওভার বেদম মার খেয়ে গুনেছেন ৩১ রান। উইকেটের ঝুলিও ছিল শূন্য!
এই তো গেল মাঠের হিসেব। খেলা শেষ করে মাঠ থেকে ফিরতেই পান আরেক দুঃসংবাদ। মাঠের বাইরে থেকে কে বা কারা চুরি করে নিয়ে গেছে তারে গাড়িটিও। এমন ঘটনায় ঠিক কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না এই ক্যারিবীয় ক্রিকেটার।
এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি টুইটে ব্রাথওয়েট লিখেন, ‘গতকাল (রবিবার) কী দিন যে ছিল। ছয় মাস ইনজুরির পর প্রথমবার কোনো ম্যাচে বোলিং। প্রথম বল শূন্য এরপর গাড়ি চুরি। কিন্তু আপনি কি জানেন, আজ (সোমবার) সকালে ঘুম থেকে উঠে সূর্য আলো দিচ্ছে এবং ধন্যবাদ জানাচ্ছে।’
এমন কাণ্ডের পর ব্র্যাথওয়েট ভক্তদের কাছ থেকে অনেক সহানুভূতি পেয়েছিলেন। সবাই তাকে আশ্বাস দিয়েছেন যে, তিনি শীঘ্রই তার গাড়িটি ফিরে পাবেন। অন্যরাও আশা করেছেন যে শীঘ্রই নিজের চেনা ফর্মেও ফিরে আসবেন এই ক্রিকেটার।
স্পোর্টসমেইল২৪/এএইচবি