ব্যাট হাতে সময়টা মোটেই ভালো যাচ্ছে না ভারতীয় ব্যাটার বিরাট কোহলির। জাতীয় দল তো বটেই আইপিএলের মঞ্চে এসেও নিজেকে মেলে ধরতে পারছেন না এই ক্রিকেটার। কোহলির রানখরা ভাবিয়ে তুলেছে সবাইকে। ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী মনে করেন, ফর্মে ফিরতে হলে কোহলির বিশ্রাম দরকার।
আইপিএলে নিজের সবশেষ ম্যাচেও শূন্য রানে আউট হয়েছেন কোহলি। এই আউটের মধ্য দিয়ে সব ধরনের ক্রিকেট মিলিয়ে সেঞ্চুরীবিহীন শততম ম্যাচ পার করে ফেলেছেন ভারতের অন্যতম সেরা ব্যাটার। কোহলির নামের পাশে যেটা খুব বেশিই বেমানান।
ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী মনে করেন, অতিরিক্ত মানসিক চাপই বিরাট কোহলির অফফর্মের কারণ। দেশকে আরও অনেক কিছু দেয়ার আছে কোহলির। অন্তত আরও ছয়-সাত বছর দেশের হয়ে খেলার জন্য ক্রিকেট থেকে তার বিরতি নেওয়া দরকার।
চলতি আইপিএল মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে শেষ সাত ইনিংসে দেখাতে মাত্র দুটি চল্লিশোর্ধ্ব রান করতে পেরেছেন কোহলি। শাস্ত্রী মনে করেন কোহলির পছন্দগুলোকে বিধিনিষেধের মধ্যে রেখে যত্ন এবং সহানুভূতির সাথে পরিচালনা করা দরকার।
স্টার স্পোর্টসকে শাস্ত্রী বলেন, ‘আমি সরাসরি এখানকার ম্যানেজমেন্টের কাছে যাচ্ছি। বিরাট কোহলি অতিরিক্ত মানসিক অবসাদের ভিতর দিয়ে যাচ্ছেন। যদি বিরতির প্রয়োজন হয়, তাহলে সেটা কোহলিরই দরকার।’
তিনি আরও বলেন, ‘সেটা দুই মাস হোক বা দেড় মাস, ইংল্যান্ডের পরে হোক বা ইংল্যান্ডের আগে। তার একটা বিরতি দরকার কারণ তার আরো ৬-৭ বছর ক্রিকেট খেলার বাকি আছে। এই সুযোগটা কেউই হেলায় হারাতে চায় না।’
‘বিশ্ব ক্রিকেটে এক বা দুইজন খেলোয়াড় কোহলির মতো একই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। এই ব্যাপারটা আগে থেকেই সমাধান করা দরকার। নয়তো পরে সমস্যা হতে পারে।’ -শাস্ত্রী যোগ করেন।
শাস্ত্রীর মতো একই কথা বলেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন। তার মতে, কোহলিকে খেলার পাশাপাশি সামাজিক মিডিয়া থেকে নিজেকে পুনরুজ্জীবিত করতে সময় নেওয়া উচিত। সবশেষ ২০১৯ সালের নভেম্বরে টেস্টে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন কোহলি।
স্পোর্টসমেইল২৪/এএইচবি