ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেল। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
জানা গেছে, দীর্ঘদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হওয়ায় মোশাররফ রুবেলকে বাসায় নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকদিন বাসাতেই ছিলেন। তবে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় আজ (মঙ্গলবার) ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে আর চিকিৎসা দেওয়ার সুযোগ হয়নি, নিয়ে যাওয়ার পর বিকেল ৫টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ক্রিকেটার মোশাররফ রুবেলের ব্রেন টিউমারের চিকিৎসা চলছিল প্রায় তিন বছর ধরে। ২০১৯ সালে প্রথম ব্রেন টিউমার ধরা পড়ে তার। এরপর ওই বছরেই সিঙ্গপুরে মস্তিষ্কে সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরেন মোশাররফ হোসেন রুবেল।
অস্ত্রোপচার শেষে কেমো এবং রেডিও থেরাপি দিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারলেও টিউমার আবারও বেড়ে যাওয়ায় গত কয়েক মাস ধরেই শয্যাশায়ী ছিলেন মোশাররফ। গত মাসে অবস্থা গুরুতর হলে হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে বেশ কিছুদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রেও রাখা হয়। এরপর অবস্থার একটু উন্নতি হলে বাসায় নেওয়া হয়েছিল জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকে।
দেশের হয়ে ৫টি ওয়ানডে খেলেছেন মোশাররফ হোসেন রুবেল। এছাড়া ঘরোয়া ক্রিকেটে ছিলেন দারুণ সফল। সর্বশেষ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/আরএস