চলমান ডিপিএল মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে চুক্তিবদ্ধ হয়েছিলেন দেশসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। তবে জাতীয় দলের খেলা এবং পারিবারিক সমস্যার কারণে আর মাঠেই নামা হয়নি। টুর্নামেন্টেও মোহামেডান সুপার লিগে উঠতে ব্যর্থ হওয়া সাকিব এখন খেলবেন মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জে।
মোহামেডানের হয়ে খেলার কথা থাকা মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজও দলবদল করেছেন। তারা এখন খেলবেন শেখ জামালের হয়ে। মুশফিক-মিরাজের মতোই সাকিবও মোহামেডানের অনুমতি নিয়ে নতুন দলে যোগ দিয়েছেন। সাকিবকে দলে বেড়ানোর বিষয়টি রূপগঞ্জের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
ডিপিএলে এখন মাশরাফির দলের হয়ে লড়াই করবেন সাকিব আল হাসান। সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৫৫ রানের ব্যবধানে জয় পেয়েছে মাশরাফির রূপগঞ্জ। সুপার লিগের তাদের দ্বিতীয় ম্যাচ প্রাইম ব্যাংকের বিপক্ষে।
সাকিব আল হাসান রূপগঞ্জের হয়ে খেলার বিষয়টি নিশ্চিত হলেও শুক্রবার (২২ এপ্রিল) বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম ব্যাংকের মাঠে দেখা যাবে কি-না তা এখনো নিশ্চিত নয়।
পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন দেশে ফিরে আসেন সাকিব আল হাসান। প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলার কথা থাকলেও দলের সাথে আর যোগ দেওয়া হয়নি। বড় মেয়ে আলাইনা হাসান অব্রির স্কুল খুলে যাওয়ায় তাকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রেই রয়েছেন সাকিব।
এদিকে, দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে সাকিব আল হাসানকে পাওয়া না গেলেও ঈদের পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দুই টেস্টে পাওয়ার আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, সাকিব আল হাসানকে রেখেই স্কোয়াড সাজাচ্ছেন নির্বাচকরা। শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ মে থেকে শুরু হবে টাইগারদের দুই ম্যাচের টেস্ট সিরিজ।
স্পোর্টসমেইল২৪/আরএস