গ্লোবাল উইমেন্স লিগে পাঁচ পাকিস্তানি নারী ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১৯ এপ্রিল ২০২২
গ্লোবাল উইমেন্স লিগে পাঁচ পাকিস্তানি নারী ক্রিকেটার

প্রথমবারের মতো দুবাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল উইমেন্স ক্রিকেট লিগ। এটা কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট নয়। বৈশ্বিক লিঙ্গ সমতার উদ্দেশ্যই আয়োজিত হতে যাচ্ছে এই আসর। বিশ ওভারের এই আসরে পাকিস্তান থেকে ডাক পেয়েছেন পাঁচজন নারী ক্রিকেটার।

এই পাঁচ নারী ক্রিকেটার হলেন বিসমাহ মারুফ, আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ, ফাতিমা সানা এবং সাবেক অধিনায়ক সানা মীর। আসরে তারা ভিন্ন ভিন্ন পাঁচটি দলের হয়ে খেলবেন।

ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদেরকে খেলার জন্য অনুমতি দিয়েছে। গ্লোবাল উইমেন্স টি-টোয়েন্টি ক্রিকেট লিগে খেলার জন্য নারী ক্রিকেট দলের এই পাঁচ সদস্যকে অনাপত্তিপত্র দিয়েছে তারা।

চলতি বছরের ১ মে থেকে শুরু হবে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত এই আসর। চলবে ১৫ তারিখ পর্যন্ত। এই আসরে মোট ছয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ম্যাচ হবে ১৯টি।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক অনুমোদিত এই প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে খেলোয়াড়রা (পূর্ণ সদস্য এবং সহযোগী সদস্য) অংশগ্রহণ করবেন। এই আসরের ম্যাচগুলোকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়া হয়েছে।

আসরে সানা মীর নেতৃত্ব দিবেন সাউথ কোস্ট স্যাফায়ারসকে। ফাতিমা সানা বার্মি আর্মি দলের প্রতিনিধিত্ব করবেন। আলিয়া রিয়াজ এবং ডায়ানা বেগ দ্য টর্নেডোসের হয়ে খেলবেন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপ জয়ী আনিয়া শ্রাবসোল

ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপ জয়ী আনিয়া শ্রাবসোল

দীর্ঘ বিরতির পর সিরিজ খেলার সুযোগ পাচ্ছে লঙ্কান নারী ক্রিকেটাররা

দীর্ঘ বিরতির পর সিরিজ খেলার সুযোগ পাচ্ছে লঙ্কান নারী ক্রিকেটাররা

ওয়ানডে ও টেস্টকে বিদায় বললেন মিগনন ডু প্রিজ

ওয়ানডে ও টেস্টকে বিদায় বললেন মিগনন ডু প্রিজ

নারী আইপিএল চালু হলে অপ্রতিরোধ্য দল হবে ভারত: অ্যালিসা হিলি

নারী আইপিএল চালু হলে অপ্রতিরোধ্য দল হবে ভারত: অ্যালিসা হিলি