বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে অনেক ঘটনাই ঘটছে যেগুলা কেউ কখনো আশা করে নাই। অনেক দল হেরেছে, আবার সবাইকে অবাক করে দিয়ে কেউ অপ্রতাশিতভাবে জয় পেয়েছে। এটাকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের সবচেয়ে বড় অঘটন বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
রোববার (১৭ এপ্রিল) আইসিসি তাদের ওয়েবসাইটে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা অঘটনগুলোর তালিকা প্রকাশ করে। আর সেখানেই নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের জয়কে তারা সবচেয়ে বড় দুর্ঘটনা বলে উল্লেখ করেছে।
চলতি বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড যায় বাংলাদেশ। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে ১৫টি টেস্ট খেলে কখনো প্রতিদন্দ্বিতাই গড়তে পারেনাই টাইগাররা। ১৬তম বারের চেষ্টায় নিউজিল্যান্ডকে ওদের মাটিতে হারিয়ে ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দেয় টাইগাররা।
প্রথমে ব্যাট করে এই ম্যাচে ৩২৮ রানে অলআউট হয় স্বাগতিকরা। নিজেদের ১ম ইনিংসে ব্যাটিং করতে নেমে ১৩০ রানে বড় লিড মুমিনুলের দল। অর্ধশতক করেন মাত্র ২য় টেস্ট খেলতে নামা মাহমুদুল জয়, লিটন কুমার দাস, নাজমুল শান্ত ও অধিনায়ক মুমিনুল হক।
২য় ইনিংসে ব্যাটিং করতে নেমে টাইগার পেসার ইবাদতের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। অবিশ্বাস্য বোলিংয়ে নিউজলিল্যান্ডকে কোনঠাসা করে ফেলে ডানহাতি এই টাইগার পেস বোলার। দ্রুততম সময়ে স্বাগতিকদের ৬ ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান । ২য় ইনিংসে মাত্র ১৬৯ রানে নিউজিল্যান্ড অলআউট হলে ইতিহাস গড়তে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৪০ রান!
১৬তম চেষ্টায় ডেডলক ভাঙ্গার লক্ষ্যে ব্যাট করতে নামে টাইগাররা। মাত্র ১৭ ওভারেই ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশ। আর বাংলাদেশের এই ঐতিহাসিক জয়কে টেস্ট চ্যাম্পিয়নশীপের সবচেয়ে বড় ঘটনা হিসেবে উল্লেখ করেছে আইসিসি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর