ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) চলছে ভারতীয় ক্রিকেটার পারভেজ রসুলের ঝলক। ব্যাট হাতে ৭৩ রানের পাশাপাশি বল হাতে ৩ উইকেট শিকার করেছেন পারভেজ রসুল। তার অলরাউন্ড পারফর্মেন্সে ভর করে সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে গাজী গ্রুপকে ৭২ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
সোমবার (১৮ এপ্রিল) বিকেএসপিতে টস হেরে ব্যাটিংয়ে নামে শেখ জামাল। উদ্বোধনী জুটিতে শেখ জামালকে ৭৮ রানের জুটি গড়েন শেখ জামালের দুই ওপেনার সাইফ হাসান এবং রবিউল ইসলাম রবি।
সাইফ ২৫ রানে ফিরে গেলেও হাফ সেঞ্চুরি তুলে নেন রবিউল ইসলাম রবি। এছাড়াও ইমরুল কায়েস ব্যাট থেকে ২৪ রান। ১২২ রানে তিন উইকেট হারিয়ে বসা শেখ জামালের সংগ্রহ বড় করেন কাজী নুরুল হাসান সোহান এবং পারভেজ রসুল।
দুইজনই গাজী গ্রুপের বোলারদের উপর চড়াও হয়ে খেলতে শুরু করেন। সোহান ৭২ বলে ৭৩ রান করেন। এছাড়াও পারভেজ রসুলের ব্যাট থেকে আসে ৬৪ বলে ৭৩ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭১ রানে থামে শেখ জামালের ইনিংস।
২৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৯ রানে দুই উইকেট হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। এরপরেই দলের হাল ধরেন ধ্রুব সোরে এবং ফরহাদ হোসেন। এই দুইজনের ব্যাটে ভালোই জবাব দিচ্ছিলো শেখ জামাল।
ধ্রুব সোরে এক প্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে ব্যাটাররা যাওয়া আসার মিছিলে যোগ দিয়েছিলেন। পারভেজ রসুল আর ইবাদতের বোলিং তোপে গাজী গ্রুপের ব্যাটাররা উইকেটে সেট হয়েই ফিরছিলেন প্যাভিলিয়নের পথে।
শেষ পর্যন্ত ৩১ বল বাকি থাকতেই ১৯৯ রানে থামে গাজী গ্রুপের ইনিংস। এতেই ৭২ রানের বড় জয় পায় শেখ জামাল। দলটির হয়ে ৩৪ রানে তিন উইকেট শিকার করেন পারভেজ রসুল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর