ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) সুপার সিক্সের প্রথম লড়াইয়ে হেরেছে আবাহনী লিমিটেড। মোসাদ্দেক হোসেনের ৬৫ রানে ভর করে ১৩১ রানে থামে আবাহনীর ইনিংস। আর এতেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে ১৪২ রানের বড় ব্যবধানে হেরেছে দলটি।
সোমবার (১৮ এপ্রিল) মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলকে বরাবরের মতোই উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার এনামুল হক বিজয় এবং শাহাদাত হোসেন দিপু। দু’জন মিলে গড়ে তোলেন ৯৭ রানের উদ্বোধনী জুটি। ৩৮ রানে শাহাদাত হোসেন দিপু ফিরলেও এক প্রান্ত আগলে রেখেছিলেন বিজয়।
এদিনও ব্যাট হাতে রান করতে ব্যর্থ টেস্ট অধিনায়ক মমিনুল হক। তার ব্যাট হাতে ১২ বলে মাত্র ৮ রান করেন তিনি। ১২২ রানে দুই উইকেট হারিয়ে ফেলা প্রাইম ব্যাংকের হাল ধরেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন এবং এনামুল হক বিজয়।
বিজয় ৭৭ রানে ফিরলেও অধিনায়ক মিঠুনের ব্যাট থেকে আসে ৪৩ রান। শেষদিকে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন নাসির হোসেন। আর এতেই এবারের ডিপিএলে মিরপুরের মাঠে সর্বোচ্চ ২৭৩ রানের সংগ্রহ পায় প্রাইম ব্যাংক।
২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে স্কোরবোর্ডে ৩৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে আবাহনী। এরপরেই দলের হাল ধরেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। এর আগে লিটন দাসের ব্যাট থেকে আসে দলের দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান।
মোসাদ্দেক এক প্রান্ত আগলে রেখে দলের রানের চাকা সচল রাখতে চেষ্টা করলেও অপরপ্রান্তের ব্যাটাররা যাওয়ার আসার মিছিলে যোগ দিয়েছিলেন। মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছিল। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে একপ্রান্ত আগলে রাখা মোসাদ্দেকের ব্যাট থেকে আসে ৫৭ বলে ৬৫ রান।
প্রাইম ব্যাংকের হয়ে স্পিনার রাকিবুল হাসান এবং অলরাউন্ডার নাসির হোসেন তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়াও দুইটি করে উইকেট শিকার করেন মাহেদী হাসান এবং তাইজুল ইসলাম।
স্পোর্টসমেইল২৪/পিপিআর