ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে অভিষেক ম্যাচেই দ্বি-শতক হাঁকিয়েছেন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা। পূজারা অপরাজিত দ্বি-শতকে ভর করে ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচটি ড্র করেছে সাসেক্স। পূজারা ছাড়াও এই ম্যাচে দ্বি-শতক হাঁকিয়েছেন সাসেক্সের অধিনায়ক টম হেইন্স।
অনেকদিন ধরেই ফর্মে নেই পূজারা। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে পারফর্ম্যান্সের জের ধরে দল থেকে বাদ দেওয়া হয়েছিল ডানহাতি এই ব্যাটারকে। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে সিরিজেও ছিলেন উপেক্ষিত।
জাতীয় দলের হয়ে উপেক্ষিত পূজারার নিজেকে প্রমাণ করার মঞ্চ হয়ে এলো ইংলিশ কাউন্টি। কাউন্টি অভিষেকের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে অবশ্য ১৫ রানের বেশি করতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ইনিংসেই করলেন অপরাজিত ২০১ রান।
পুজারার ৩৮৭ বলের ইনিংসটিতে ছিল ২৩টি চারের মার। পূজারার ২০১ রানের পাশাপাশি অধিনায়ক হেইন্সের ২৪৩ রানের ইনিংসে ভর করে ম্যাচ ড্র করে সাসেক্স। হেইন্সের সঙ্গে তৃতীয় উইকেটে ৩৫১ রানের জুটি গড়েন ভারতীয় ব্যাটার।
এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তানি ব্যাটার শান মাসুদের রেকর্ড গড়া ২৩৯ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৫০৫ রান তুলে ইনিংস ঘোষণা করে সাসেক্স। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৭৪ রানে অলআউট হয়ে যায় ডার্বিশায়ার।
এই ড্রয়ের ফলে দুই ম্যাচে ২ ড্রতে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করেছে ডার্বিশায়ার। সমান ম্যাচে ১ ড্র ও ১ হার নিয়ে আট দলের মধ্যে পয়েন্ট টেবিলে আটে অবস্থান করেছে সাসেক্স।
স্পোর্টসমেইল২৪/এএইচবি