দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরিতে পড়েছিলেন তাসকিন আহমেদ। আর টেস্ট সিরিজ শুরুর আগে একই সমস্যায় পড়েছিলেন পেসার শরিফুল ইসলাম। একই কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামকে পাওয়া যাবে না। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
চলতি বছরের ১৫ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। এই টেস্টে থাকবেন তাসকিন আহমেদ এবং শরিফুল। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জালাল ইউনুস।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর ইনজুরিতে পড়েছিলেন শরিফুল ইসলাম। এই চোটের কারণে প্রোটিয়া সফরে টেস্ট সিরিজে খেলতে পারেননি তিনি। সিরিজের মাঝপথেই দেশে ফিরতে হয়েছে তাকে।
অপরদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট চলাকালীন ইনজুরিতে পড়েন তাসকিন আহমেদ। এই ইনজুরির কারণে তাকেও সিরিজের মাঝপথেই দেশে ফিরে আসতে হয়।
এই দুই ক্রিকেটারের না থাকার বিষয়ে জালাল ইউনুস বলেন, “তাসকিন এবং শরিফুল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মিস করতে যাচ্ছে। তাসকিনের কাঁধের ইনজুরির উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে নেওয়ার চিন্তা-ভাবনা চলছে।”
এছাড়াও শরিফুলকেও দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা আছে বলেও জানান জালাল ইউনুস। তিনি বলেন, “শরিফুলকেও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে। এই কারণেই সে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলবেন না।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর