পক্ষাঘাতগ্রস্ত সাবেক ক্রিকেটারের সহায়তা বাড়াচ্ছে না পিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩২ পিএম, ১৭ এপ্রিল ২০২২
পক্ষাঘাতগ্রস্ত সাবেক ক্রিকেটারের সহায়তা বাড়াচ্ছে না পিসিবি

পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটার এহতেশামউদ্দিন ২০২১ সাল থেকেই হাঁটতে পারছেন না। পক্ষাঘাতে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছেন ইমরান খানের সঙ্গে একই সময়ে খেলা সাবেক এই ক্রিকেটার। শয্যাশাযী হওয়ার পর থেকেই এহতেশামউদ্দিনের পেনশনের ব্যবস্থা করেছিল পিসিবি।

পেনশনের পরিমানটা আগে ঠিক থাকলেও বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য যথেষ্ট নয়। এ কারণে পিসিবির কাছে পেনশন বাড়ানোর জন্য আবেদন করেছিলেন এহতেশাম। তবে তার আবেদনে সাড়া দেয়নি রমিজ রাজার নেতৃত্বাধীন বোর্ড।

বোর্ডের এমন কর্মকাণ্ডে বাধ্য হয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, ‘পেনশনের অনেক সময় হয়ে গেছে। কিন্তু শেষবার তারা (পিসিবি) আমার পেনশন ২০% বাড়িয়েছে। দিন দিন বাড়তে থাকা মুদ্রাস্ফীতি বৃদ্ধির সাথে লড়াই করার জন্য এটা যথেষ্ট নয়।’

সাবেক এই টেস্ট ক্রিকেটার আরও জানিয়েছেন যে, ক্রিকেট বোর্ড এবং তাদের (পেনশনপ্রাপ্ত সাবেক ক্রিকেটার) মাঝে কোনো যোগাযোগ হয়নি। তারা পেনশন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এহতেশাম বলেন, ‘আমরা রমিজ রাজার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তাতে কোনো লাভ হয়নি। জাকির খানের মতো প্রাক্তন খেলোয়াড়রাও কোনোভাবে তার সাথে যোগাযোগ করতে পারছেন না।’

পেনশন না বাড়ানো সত্ত্বেও এহতেশামুদ্দিন তার চিকিৎসা খরচ বহন করার জন্য পিসিবির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কৃতজ্ঞ। তিনি বলেন, ‘আমি আমার চিকিৎসা বিল পরিশোধ করার জন্য পিসিবির কাছে কৃতজ্ঞ। পেনশন বাড়লে আমাদের জন্য আরও ভালো হবে।’

এহতেশামুদ্দিন ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে পাঁচটি টেস্ট ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও তার সতীর্থ ছিলেন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

লাহোরে অস্ট্রেলিয়া দলের উপর হামলার হুমকি, একজন গ্রেফতার

লাহোরে অস্ট্রেলিয়া দলের উপর হামলার হুমকি, একজন গ্রেফতার

যুবাদের ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করছেন রমিজ রাজা

যুবাদের ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করছেন রমিজ রাজা

পাকিস্তানকে নিজের দেশের মতো হয়েছে : ল্যাবুশেন

পাকিস্তানকে নিজের দেশের মতো হয়েছে : ল্যাবুশেন

বাবর এ যুগের ব্র্যাডম্যান ও লারা: রশিদ লতিফ

বাবর এ যুগের ব্র্যাডম্যান ও লারা: রশিদ লতিফ