নিজ দেশের ক্রিকেট কোচিংয়ে মনোযোগ দিতেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব থেকে সম্প্রতি সরে দাঁড়িয়েছেন শ্রীলংকার সাবেক ক্রিকেটার নাভিদ নেওয়াজ। এবার শ্রীলঙ্কা পুরুষ ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে তাকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। প্রধান কোচ হিসেবে সম্প্রতি নিয়োগ পাওয়া ক্রিস সিলভারউডের সহকারী হিসেবে কাজ করবেন তিনি।
এই প্রথম কোন দেশের মূল দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন নেওয়াজ। চলতি বছরের মে মাসে বাংলাদেশে সফরে সহকারী কোচ হিসেবে লঙ্কানদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। মে মাসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপে দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে লঙ্কানরা।
রোববার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নাভিদ নেওয়াজের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, আগামী দুই বছরের জন্য শ্রীলঙ্কার সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো এই কোচ।
কোচ হিসেবে নাভিদ নেওয়াজের পরিসংখ্যান যথেষ্ট ভালো। তার অধীনেই ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ভারতকে হারিয়ে জিতেছিল যুব বিশ্বকাপের শিরোপা। এর আগে ২০০৯ সালে শ্রীলঙ্কান জাতীয় নারী ক্রিকেট দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন নেওয়াজ।
২০০৯ সালেই তাকে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব দিয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। কোচিং ক্যারিয়ারে ৪৮ বছর বয়সী সাবেক এই শ্রীলঙ্কান ব্যাটার ক্লাব ক্রিকেটেও বেশ কয়েকটি দলের কোচের পদ সামলিয়েছেন।
খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে (১৯৯৮-২০০২) ১টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলেছেন নাভিদ নেওয়াজ । তাতে দুই ফরম্যাট মিলিয়ে মোট রান করেছেন ১৩০।
স্পোর্টসমেইল২৪/এসকেডি/এএইচবি