১৮ এপ্রিল থেকে শুরু ডিপিএলের সুপার লিগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ১৬ এপ্রিল ২০২২
১৮ এপ্রিল থেকে শুরু ডিপিএলের সুপার লিগ

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিগ পর্বের খেলা শেষ হয়েছে, এখন লড়াই জমবে সুপার লিগ পর্বে। ১৮ এপ্রিল থেকে শুরু হবে এবারের ডিপিএলের সুপার লিগ পর্ব। যেখানে খেলবে প্রথম পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল।

ডিপিএলের সুপার লিগের টিকিট নিশ্চিত করা ছয় দল হলো- শেখ জামাল ধানমন্ডি ক্লাব (১৮), আবাহনী লিমিটেড (১৪), লিজেন্ডস অব রূপগঞ্জ (১৪), প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (১২), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব (১০) ও গাজী গ্রুপ ক্রিকেটার্স (১০)।

সুপার লিগ পর্বে প্রতিটি দল একের অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। প্রথম পর্ব ও সুপার লিগ মিলিয়ে টেবিলের শীর্ষে থাকা দল শিরোপা জিতবে। ২৮ এপ্রিল সুপার লিগের শেষ ম্যাচ দিয়ে ডিপিএলের পর্দা নামবে।

পয়েন্ট টেবিলের শেষ তিন দল ৯ম থেকে ১১তম স্থানে থাকা- ব্রাদার্স ইউনিয়ন (৬), সিটি ক্লাব (৬) ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি (২) খেলবে রেলিগেশন লিগে।

১০ পয়েন্ট নিয়ে মোহামেডান সপ্তম ও ৮ পয়েন্ট নিয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাব অষ্টম হয়। শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ায় এই দু’দলের আর কোন ম্যাচ খেলতে হবে না।

ডিপিএলের সুপার লিগ পর্বের সূচি

১৮ এপ্রিল: প্রথম রাউন্ড
শেখ জামাল ধানমন্ডি ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্স (বিকেএসপি-৩)
লিজেন্ডস অব রূপগঞ্জ-রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব (বিকেএসপি-৪)
আবাহনী লিমিটেড-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (মিরপুর)

২১ এপ্রিল: দ্বিতীয় রাউন্ড
শেখ জামাল ধানমন্ডি ক্লাব-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব (মিরপুর)
লিজেন্ডস অব রূপগঞ্জ-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (বিকেএসপি-৪)
আবাহনী লিমিটেড-গাজী গ্রুপ ক্রিকেটার্স (বিকেএসপি-৩)

২৪ এপ্রিল: তৃতীয় রাউন্ড
শেখ জামাল ধানমন্ডি ক্লাব-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (বিকেএসপি-৪)
আবাহনী লিমিটেড-লিজেন্ডস অব রূপগঞ্জ (মিরপুর)
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্স (বিকেএসপি-৩)

২৬ এপ্রিল: চতুর্থ রাউন্ড
শেখ জামাল ধানমন্ডি ক্লাব-আবাহনী লিমিটেড (মিরপুর)
লিজেন্ডস অব রূপগঞ্জ-গাজী গ্রুপ ক্রিকেটার্স (বিকেএসপি-৩)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব (বিকেএসপি-৪)

২৮ এপ্রিল: পঞ্চম ও শেষ রাউন্ড
শেখ জামাল ধানমন্ডি ক্লাব-লিজেন্ডস অব রূপগঞ্জ (মিরপুর)
আবাহনী লিমিটেড-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব (বিকেএসপি-৪)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্স (বিকেএসপি-৩)।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

শীর্ষে থেকেই সুপার লিগে শেখ জামাল

শীর্ষে থেকেই সুপার লিগে শেখ জামাল

মেন্ডিস-অপু নৈপুণ্যে ডিপিএলে মোহামেডানের সান্ত্বনার জয়

মেন্ডিস-অপু নৈপুণ্যে ডিপিএলে মোহামেডানের সান্ত্বনার জয়

গাজী গ্রুপকে সাথে নিয়েই সুপার সিক্সে রূপগঞ্জ টাইগার্স

গাজী গ্রুপকে সাথে নিয়েই সুপার সিক্সে রূপগঞ্জ টাইগার্স

টেস্ট আমার খুব পছন্দ, সারাদিন মাঠে থাকতে ভালো লাগে: বিজয়

টেস্ট আমার খুব পছন্দ, সারাদিন মাঠে থাকতে ভালো লাগে: বিজয়