লাহোরে অস্ট্রেলিয়া দলের উপর হামলার হুমকি, একজন গ্রেফতার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৬ এপ্রিল ২০২২
লাহোরে অস্ট্রেলিয়া দলের উপর হামলার হুমকি, একজন গ্রেফতার

অস্ট্রেলিয়া ক্রিকেট দল পাকিস্তান সফরে আসার আগেই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছিল চারপাশ। তবে টেস্ট সিরিজ শুরুর আগেই জীবন নাশের হুমকি পান স্পিনার অ্যাস্টন আগার। এই হুমকির রেশ যেতে না যেতেই অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে অজ্ঞাত নাম্বার থেকে কল দিয়ে হামলার হুমকি দেয়া হয়।

এই হুমকির পরই নড়েচড়ে বসে পাকিস্তানের নিরাপত্তা সংস্থা গুলো। হুমকির উৎস খুঁজতে উঠেপড়ে লেগে যায় তারা। অবশেষে সূত্রের ভিত্তিতে সন্দেহভাজন একজনকে আটক করেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইরফান নাসির। তাকে লাহোর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে টোবা টেক সিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। নাসিরকে গ্রেফাতার প্রসঙ্গে তদন্তের সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তা মুবাশ্বির মাকেন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

মুবাশ্বির মাকেন বলেন, ‘বৃহস্পতিবার পুলিশ অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সন্ত্রাসী হামলার হুমকি দেওয়া ব্যক্তিকে খুঁজে বের করে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন এবং টেলিগ্রাফ আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

ওই কর্মকর্তা আরও বলেন, কোনো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তার যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। এর আগে অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাস্টন আগারকে সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর হুমকি দেয়া হয়েছিল। পরে দেখা যায়, একটি ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে হুমকি দেওয়া হয়েছে।

চলতি বছরের মার্চের শুরুর দিকে পাকিস্তান সফর করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। মাসব্যাপী তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলে নিরাপদেই দেশে ফিরে এসেছে তারা। সফরে ওয়ানডে সিরিজ হারলেও টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে অজিরা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

যুবাদের ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করছেন রমিজ রাজা

যুবাদের ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করছেন রমিজ রাজা

বাবরকেই সবার সেরা বলছেন ডেল স্টেইন 

বাবরকেই সবার সেরা বলছেন ডেল স্টেইন 

কাউন্টিতে রেকর্ড গড়লেন পাকিস্তানি ক্রিকেটার শান মাসুদ

কাউন্টিতে রেকর্ড গড়লেন পাকিস্তানি ক্রিকেটার শান মাসুদ

বাবর এ যুগের ব্র্যাডম্যান ও লারা: রশিদ লতিফ

বাবর এ যুগের ব্র্যাডম্যান ও লারা: রশিদ লতিফ