আইপিএলের পর এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত হবে : জয় শাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৫ পিএম, ১৫ এপ্রিল ২০২২
আইপিএলের পর এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত হবে : জয় শাহ

অর্থনৈতিক দূরাবস্থায় অচল হয়ে পড়েছে লঙ্কা দ্বীপ। এখানেই বসার কথা ২০২২ এশিয়া কাপের আসর। অর্থনৈতিক দূরাবস্থায় শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজন করতে পারবে কি-না তা নিয়ে জেগেছে প্রশ্ন। আর এই প্রশ্নের সমাধান আসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হলেই। এমনটাই জানিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ।

চলতি বছরের মার্চে এশিয়া কাপের এবারের আসর আয়োজনের দায়িত্ব শ্রীলঙ্কাকে দেওয়া হয়। এরপরেই অর্থনৈতিক পরিস্থিতির কারণে রাস্তায় নামে সেদেশের জনগণ। আর এরপর থেকেই শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা জাগে।

গণমাধ্যমে এ নিয়ে বিভিন্ন কথা-বার্তা হলেও এতোদিন শ্রীলঙ্কা কিংবা এসিসি কেউই কোনো কথা বলেননি। এবার এশিয়া কাপের আয়োজন নিয়ে কথা বললেন এসিসি সভাপতি জয় শাহ।

তিনি বলেন, “শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাথে তাদের অর্থনৈতিক অবস্থা এবং ক্রিকেটের উপর এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি তারা এশিয়া কাপ সাফল্যের সাথে আয়োজন করতে পারবে। আইপিএলের ফাইনালে শ্রীলঙ্কার প্রতিনিধি উপস্থিত থাকবে। সেখানেই এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে।”

করোনাভাইরাস মহামারির কারণে বেশ ক্ষতিগ্রস্থ  হয়েছে পর্যটন নির্ভর দেশ শ্রীলঙ্কা। কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এই কারণেই দেশটির অর্থনীতিতে পড়েছে বাজে প্রভাব। আর এই কারণেই রাস্তায় আন্দোলন করছে দেশটির জনগণ।

এশিয়া কাপ নিয়ে শঙ্কা থাকলেও টুর্নামেন্টের আগে ঘরের মাঠে পাকিস্তানকে আতিথ্য দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। এছাড়াও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আসবে দেশটি। অস্ট্রেলিয়াকেও আতিথ্য দেওয়ার ব্যাপারে কাজ করে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কায় রাজনৈতিক উত্তাপ, আইসিসির বৈঠকে এশিয়া কাপ

শ্রীলঙ্কায় রাজনৈতিক উত্তাপ, আইসিসির বৈঠকে এশিয়া কাপ

জয় শাহ’র মেয়াদ বাড়ালো এশিয়ান ক্রিকেট কাউন্সিল 

জয় শাহ’র মেয়াদ বাড়ালো এশিয়ান ক্রিকেট কাউন্সিল 

২০২২ এশিয়া কাপ শ্রীলঙ্কায়, চূড়ান্ত হলো সূচি

২০২২ এশিয়া কাপ শ্রীলঙ্কায়, চূড়ান্ত হলো সূচি