শীর্ষে থেকেই সুপার লিগে শেখ জামাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ১৫ এপ্রিল ২০২২
শীর্ষে থেকেই সুপার লিগে শেখ জামাল

ব্যাট হাতে ৬১ রানের ইনিংস ম্যাচ সেরা হয়েছেন শেখ জামালের অধিনায়ক ইমরুল কায়েস

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথম রাউন্ডের লিগ পর্বে শেষ রাউন্ডের ম্যাচে সিটি ক্লাবকে ৫৩ রানে হারিয়ে দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফলে ডিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই সুপার লিগে খেলতে যাচ্ছে শেখ জামাল। প্রথম রাউন্ডের লিগ পর্ব শেষে শেখ জামালের পয়েন্ট ১৮। আর ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আবাহনী লিমিটেড।

শুক্রবার (১৫ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে শেখ জামাল। শুরুতে ৫৪ রানে ৩ উইকেট হারালেও অধিনায়ক ইমরুল কায়েসের হাফ-সেঞ্চুরিতে শুরুর ধাক্কা সামলে ওঠে শেখ জামাল।

ইনিংসের ৩১তম ওভারে পঞ্চম ব্যাটার হিসেবে দলীয় ১৩১ রানে ইমরুলের আউটের পর দলের হাল ধরতে পারেনি আর কোন ব্যাটার। ফলে ৪৬ দশমিক ২ ওভারে ১৯৭ রানে অলআউট হয়ে যায় শেখ জামাল। ম্যাচ সেরা ইমরুল কায়েস ৮৯ বল খেলে ৭টি চারে নিজের ৬১ রানের ইনিংস সাজান।

এছাড়া ব্যাট হাতে রবিউল ইসলাম রবি ২৪, উইকেটরক্ষক নুরুল হাসান ২২ ও মৃত্যুঞ্জয় চৌধুরী অপরাজিত ২০ রান করেন। সিটি ক্লাবের আব্দুল হালিম ও মঈনুল ইসলাম ৩টি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৯৮ রানের টার্গেটে খেলতে নেমে শেখ জামালের বোলারদের তোপের মুখে পড়ে সিটি ক্লাব। এক পর্যায়ে ৪৮ রানেই পঞ্চম উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে তারা। শেষ পর্যন্ত ৪৩ দশমিক ১ ওভারে ১৪৪ রানে অলআউট হয় সিটি ক্লাব। অধিনায়ক জাওয়াদ রোহান সর্বোচ্চ ৪৫ রান করেন। শেখ জামালের রবি ৩টি উইকেট নেন।

এ জয়ে লিগ পর্বের ১০ ম্যাচে ৯টি জয় ও ১টি হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার পর্বে খেলতে নামবে শেখ জামাল। আর সমান সংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে থেকে রেলিগেশন পর্ব খেলবে সিটি ক্লাব।

ডিপিএলে সুুপার লিগে খেলা দলগুলো হলো- শেখ জামাল ধানমন্ডি ক্লাব (১৮), আবাহনী লিমিটেড (১৪), লিজেন্ডস অব রূপগঞ্জ (১৪), প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (১২), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব (১০) এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স (১০)।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

মেন্ডিস-অপু নৈপুণ্যে ডিপিএলে মোহামেডানের সান্ত্বনার জয়

মেন্ডিস-অপু নৈপুণ্যে ডিপিএলে মোহামেডানের সান্ত্বনার জয়

মিঠুনের সেঞ্চুরি, আবাহনীর কাছে তবুও হারলো প্রাইম ব্যাংক

মিঠুনের সেঞ্চুরি, আবাহনীর কাছে তবুও হারলো প্রাইম ব্যাংক

গাজী গ্রুপকে সাথে নিয়েই সুপার সিক্সে রূপগঞ্জ টাইগার্স

গাজী গ্রুপকে সাথে নিয়েই সুপার সিক্সে রূপগঞ্জ টাইগার্স

চিরপ্রতিদ্বন্দ্বি আবাহনীর কাছে হারলো মোহামেডান

চিরপ্রতিদ্বন্দ্বি আবাহনীর কাছে হারলো মোহামেডান