দক্ষিণ আফ্রিকার দুঃসময়ে ক্রিকেট পরিচালকের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন গ্রায়েম স্মিথ। সাময়িকভাবে পাওয়া সেই দায়িত্ব থেকে স্থায়ীও হয়েছিলেন। এবার মেয়াদ শেষে দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্মিথ। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
চলতি বছরের ৩১ মার্চ শেষ হয়েছে গ্রায়েম স্মিথের সাথে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার চুক্তি। এই মেয়াদের পর তার সাথে আর চুক্তির নবায়ন করা হয়নি বলে জানিয়েছেন সিএসএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা ফোলেটসি মুসাকি।
মুসাকি বলেন, “মার্চে তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তিনি আর ওই পদে নেই। এখন আমরা আরবিটরের রিপোর্টের অপেক্ষায় আছি। এরপর এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর বলতে পারবো যে ভবিষ্যতে কি হবে। কিন্তু স্মিথের চুক্তির মেয়াদ আর বাড়ানো হয়নি।”
নতুন করে ক্রিকেট পরিচালক নিয়োগ দিবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তবে নতুন কার হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে সে বিষয়ে কিছুই জানায়নি সিএসএ।
এই বিষয়ে মুসাকি বলেন, “ওই পদের জন্য যারা আবেদন করেছেন তাদের সবারটা দেখা হয়নি, তবে যতোগুলো দেখেছি সেখানে স্মিথের কোনো আবেদন পাইনি। শিগগিরই আমরা ডিরেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করবো।”
ক্রিকেট পরিচালকের দায়িত্ব নিয়েই মার্ক বাউচারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিলেন গ্রায়েম স্মিথ। এ নিয়ে তুমুল সমালোচনাও হয়েছিল। তবুও এই সিদ্ধান্ত থেকে সরেননি স্মিথ।
এছাড়াও সাম্প্রতিক সময়ে কয়েকজন সাবেক প্রোটিয়া ক্রিকেটারের বিরুদ্ধে বর্ণবৈষ্যমের অভিযোগ উঠেছে। এর মধ্যে মার্ক বাউচার, এবি ডি ভিলিয়ার্স ছাড়াও গ্রায়েম স্মিথের নামও আছে। এই কারণে হয়তো তার সাথে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহ প্রকাশ করেনি সিএসএ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর