অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা বাংলাদেশ হাই পারফর্ম্যান্স দলকে (এইচপি) আথিতিয়তা দিতে না পারলেও ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে। চলতি বছরের জুলাই-আগস্টে শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজ অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
অর্থনৈতিক মন্দার কবলে পড়ে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ভেঙে পড়া অর্থনৈতিক কাঠামো পুনরুদ্ধারে রীতিমত যুদ্ধ করতে হচ্ছে তাদের। আর এ কারণেই বাংলাদেশ এইচপি দল বিপক্ষে আসন্ন সিরিজ স্থগিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
অথচ চলতি বছরেই পাকিস্তানের শ্রীলঙ্কা সফর কবে। ঘরের মাঠে জুলাইয়ে শুরু হওয়া সিরিজে সফরকারী পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। খুব দ্রুতই সফরের সূচি প্রকাশ করবে লঙ্কান ক্রিকেট বোর্ড।
এমনকি পাকিস্তান ক্রিকেট দল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ করে সেখানেই থাকবে। লঙ্কানদের বিপক্ষে সিরিজ শেষে এশিয়া কাপ খেলে একেবারে দেশে ফিরবে পাকিস্তান দল।
এশিয়া কাপের পর ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এই সিরিজ শেষেই বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে যাবে বাবর আজম বাহিনী।
শ্রীলঙ্কা বিপক্ষে সফরে আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। ২০২০ সালের ডিসেম্বরে এই সিরিজ হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস মহামারির কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছিল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর