স্থগিত সিরিজ খেলতে পাকিস্তানে যাচ্ছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১৫ এপ্রিল ২০২২
স্থগিত সিরিজ খেলতে পাকিস্তানে যাচ্ছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড

সফর শুরুর আগের দিন হঠাৎই নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে সিরিজ স্থগিত করে দেশে ফিরেছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। এরই ধারাবাহিকতায় সফর স্থগিত করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। স্থগিত হওয়া এই সিরিজ খেলতে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে পাকিস্তান সফর করবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শুক্রবার (১৫ এপ্রিল) এক বিবৃতিতে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড দলের পাকিস্তান সফরের বিষয়টি জানিয়েছে পিসিবি। টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ খেলতে দুই দফায় পাকিস্তান সফর করবে ইংলিশরা।

২০২০ সালে সেপ্টেম্বরে সফর শুরুর আগের দিন হঠাৎই সিরিজ স্থগিত করে দেশে ফেরে নিউজিল্যান্ড। এই স্থগিত হওয়া ওই সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলা কথা ছিল দু’দলের।

এবারের সফরে দুইটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। চলতি বছরে ডিসেম্বরে আয়োজিত হবে এই সিরিজ। এছাড়াও পাঁচ ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২০২৩ সালে এপ্রিলে পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড দল।

এদিকে নিউজিল্যান্ডের সফর স্থগিত করার পরই একই সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। সেবার পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল তাদের। চলতি বছরের সেপ্টেম্বরে স্থগিত হওয়া এই সিরিজ খেলবে ইংল্যান্ড দল। এবার অবশ্য সাত টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। 

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের পর তিন টেস্ট খেলতে পাকিস্তানে যাবে ইংলিশরা।

নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড দল পাকিস্তান সফর স্থগিত করলেও সে পথে হাঁটেনি অস্ট্রেলিয়া দল। দীর্ঘ দুই যুগ পর পাকিস্তান সফর করেছে অজিরা।

ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডকে আতিথ্য দেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের ঘরের মাঠে খেলবে পাকিস্তান দল। চলতি বছরের জুনে পাকিস্তান সফর করবে ক্যারিবিয়ানরা। এই সফরে তিনটি ওয়ানডে খেলবে তারা। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

কাউন্টিতে রেকর্ড গড়লেন পাকিস্তানি ক্রিকেটার শান মাসুদ

কাউন্টিতে রেকর্ড গড়লেন পাকিস্তানি ক্রিকেটার শান মাসুদ

পাকিস্তানকে নিজের দেশের মতো হয়েছে : ল্যাবুশেন

পাকিস্তানকে নিজের দেশের মতো হয়েছে : ল্যাবুশেন

বাবর এ যুগের ব্র্যাডম্যান ও লারা: রশিদ লতিফ

বাবর এ যুগের ব্র্যাডম্যান ও লারা: রশিদ লতিফ

নতুন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় পিসিবি প্রধান রমিজ রাজা

নতুন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় পিসিবি প্রধান রমিজ রাজা