দীর্ঘদিন ধরেই জাতীয় দলের হয়ে সাদা পোশাকে অনিয়মিত পাকিস্তানি ব্যাটার শান মাসুদ। পাকিস্তান ক্রিকেটে ব্রাত্য এই ক্রিকেটারই কাউন্টিতে করেছেন দ্বিশতক। প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে কাউন্টিতে এই কীর্তি গড়েছেন তিনি।
কাউন্টি ক্রিকেটে নিয়মিতই দেখা যায় পাকিস্তানি ক্রিকেটারদের। এরই অংশ হিসেবে চলতি মৌসুমে ডার্বিশায়ারের হয়ে মাঠে নেমেছেন শান মাসুদ। আর ডার্বিশায়ারের হয়ে কাউন্টিতে করা নিজের প্রথম সেঞ্চুরিকেই দ্বিশতকে পরিণত করেছেন তিনি।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সাসেক্সের বিপক্ষে মাঠে নেমেছে ডার্বিশায়ার। প্রথমে ব্যাট করতে নেমে শান মাসুদের দ্বিশতকে ভর করে ২ উইকেটে ৩২৭ রানে দিন শেষ করেছে ডার্বিশায়ার।
ব্যাট হাতে ২০১ রানে অপরাজিত আছেন ৩২ বছর বয়সী শান মাসুদ। ২৭৭ বলে ২২ বাউন্ডারিতে দ্বিশতক করেন এই ক্রিকেটার।
কাউন্টি ইতিহাসে প্রথম ওপেনার হিসেবে কাউন্টি ক্রিকেটে দ্বিশতক হাঁকিয়েছেন তিনি। এর আগে অন্য কোনো পাকিস্তানি ওপেনার কাউন্টিতে দ্বিশতক করতে পারেননি।
কাউন্টি ক্রিকেটে এবারে আসরের প্রথম রাউন্ড থেকেই ছন্দে আছেন শান মাসুদ। প্রথম রাউন্ডের দুই ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ৯১ ও ৬২ রান। এর সুবাদে কাউন্টি ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ২৫ টেস্ট খেলেছেন শান মাসুদ। এ সময় ২৯ দশমিক ৩১ গড়ে তার ব্যাট থেকে এসেছে ১৩৭৮ রান। পাকিস্তানের হয়ে সাদা পোশাকে তার ব্যাট থেকে এসেছে ৪ সেঞ্চুরি এবং ৬ সেঞ্চুরি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর