কাউন্টিতে পূজারা-রিজওয়ানে ভারত-পাকিস্তান মেলবন্ধন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪০ পিএম, ১৪ এপ্রিল ২০২২
কাউন্টিতে পূজারা-রিজওয়ানে ভারত-পাকিস্তান মেলবন্ধন

রাজনৈতিক বৈরিতায় বৈশ্বিক আসর ছাড়া দেখা মেলে না ভারত-পাকিস্তান লড়াই। শুধু তাই নয়, ফ্রাঞ্চাইজি লিগের কল্যাণে বিভিন্ন দেশের ক্রিকেটারদের একসাথে খেলতে দেখা গেলেও ভারত-পাকিস্তানের ক্ষেত্রে তা সম্ভব হয় না। এই বিরল ঘটনা দেখা মিলেছে কাউন্টি ক্রিকেটে। ইংলিশ কাউন্টি দলে সাসেক্সের হয়ে মাঠে নেমেছেন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা এবং পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান।

২০০৮ সালে মুম্বাই হামলার পর রাজনৈতিক বৈরিতার কারণে বন্ধ হয়েছিল ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ। ২০১২ সালে একবার ভারত-পাকিস্তান টি-টোয়েন্টিতে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হলেও এরপর থেকে তা আর দেখা মিলেনি। ২০০৭ সালের পর দুই দল কখনই আর টেস্টে মুখোমুখি হয়নি।

ফ্রাঞ্চাইজি লিগের কল্যাণে বিভিন্ন দেশের ক্রিকেটারদের একই দলের খেলার সুযোগ মিললেও পাকিস্তান-ভারতের ক্ষেত্রে তা হয় না। কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছাড়া ভারতীয় ক্রিকেটারদের ফ্রাঞ্চাইজি লিগে খেলতে বাঁধা রয়েছে।

ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলতে বাঁধা থাকলেও কাউন্টি ক্রিকেট খেলতে পারে ভারতীয় ক্রিকেটাররা। আর এই সুযোগ নিয়েই কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলছেন চেতেশ্বর পূজারা। একই দলের উইকেটরক্ষক হিসেবে খেলছেন মোহাম্মদ রিজওয়ান।

এই কারণে ভারত-পাকিস্তানের দুইজন ক্রিকেটারের একই দলে খেলার বিরল সুযোগ মিলেছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) কাউন্টিতে সাসেক্সের হয়ে মাঠে নেমেছেন চেতেশ্বর পূজারা এবং মোহাম্মদ রিজওয়ান। শুধু তাই নয় দুইজনই দলটি মূল ভরসা হিসেবে খেলবেন।

আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯৫ টেস্ট খেলেছেন চেতেশ্বর পূজারা। এই সময় তার ব্যাট থেকে এসেছে ৪৩ দশমিক ৮৭ গড়ে ৬৭১৩ রান। অপরদিকে মোহাম্মদ রিজওয়ান ২২ টেস্টে ৪২ দশমিক ৭৬ গড়ে করেছেন ১১১২ রান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারে ফিন অ্যালেন

টি-টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারে ফিন অ্যালেন

টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবেন কিউই ক্রিকেটার গ্লেন ফিলিপস

টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবেন কিউই ক্রিকেটার গ্লেন ফিলিপস

অ্যান্ডারসনের থেকে কিছু ‘শিখতে’ মুখিয়ে আছেন হাসান আলী

অ্যান্ডারসনের থেকে কিছু ‘শিখতে’ মুখিয়ে আছেন হাসান আলী

সেঞ্চুরি দিয়ে অ্যালিস্টার কুকের নতুন কাউন্টি মৌসুম শুরু

সেঞ্চুরি দিয়ে অ্যালিস্টার কুকের নতুন কাউন্টি মৌসুম শুরু