ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট (ডিপিএল) টানা তৃতীয় ম্যাচ হারলো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ডিপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আবাহনীর বিপক্ষে ২৮ রানে হেরেছে দলটি। ম্যাচ হারলেও আগেই সুপার সিক্স নিশ্চিত করেছিল প্রাইম ব্যাংক।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনীর মুখোমুখি হয়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আবাহনীর দেওয়া ২৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪৩ রানেই গুটিয়ে যায় দলটি।
পুরো মৌসুমে দাপট দেখানো এনামুল হক বিজয় আবাহনীর বিপক্ষে গোল্ডেন ডাকের শিকার হয়েছেন। পরের বলেই ফেরেন ভারতীয় ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ। এরপরে দলকে টেনে তোলার চেষ্টা করে শাহাদাত দিপু এবং মমিনুল হক। তবে ২৩ রানে তিন উইকেট হারিয়ে বসা প্রাইম ব্যাংক যখন খাবি খাচ্ছিলো তখনই দলের ত্রাণকর্তা হয়ে দাঁড়ান মোহাম্মদ মিঠুন। তার ব্যাট থেকে আসে ১০৩ রানের ইনিংস।
মিঠুন এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তের ব্যাটাররা প্যাভিলিয়নে যাওয়া আসার মিছিলে যোগ দিলে জয় থেকে ২৯ রান দূরে থাকতে থামে প্রাইম ব্যাংকের ইনিংস। আবাহনীর হয়ে সাইফউদ্দিন, তানজিম সাকিব, মোসাদ্দেক হোসেন এবং তানভীর ইসলাম দুইটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে আবাহনী। এদিনে অফ ফর্মে থাকা নাঈম শেখকে বসিয়ে রাখে দলটি। তার বদলি হিসেবে মাঠে নামেন ওপেনার মাহমুদুল হাসান জয়।
হানুমা বিহারীর ৫০ রান এবং মোসাদ্দেক সৈকতের ৪০ রানে ভর করে ২৭১ রানের মাঝারি মানের সংগ্রহ পায় আবাহনী। প্রাইম ব্যাংকের হয়ে শেখ মাহাদী তিন উইকেট শিকার করেন। এছাড়াও রাকিবুল হাসান দুইটি এবং নাহিদুল ইসলাম একটি উইকেট শিকার করেন।
ডিপিএলে ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে আবাহনী। আর ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
স্পোর্টসমেইল২৪/পিপিআর