বাবর এ যুগের ব্র্যাডম্যান ও লারা: রশিদ লতিফ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৫ পিএম, ১৪ এপ্রিল ২০২২
বাবর এ যুগের ব্র্যাডম্যান ও লারা: রশিদ লতিফ

ব্যাট হাতে নিজের সেরা সময় কাটাচ্ছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বাবরের রান ফোয়ারায় সিক্ত হয়ে অনেকেই তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। এবার তাকে এ যুগের ডন ব্র্যাডম্যান ও ব্রায়ান লারা বলে অভিহিত করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।

লতিফ বাবর আজমের ব্যাটিংয়ে এতোটাই মুগ্ধ হয়েছেন যে তাকে জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম ও ইনজামাম-উল-হকের মতো পাকিস্তানের কিংবদন্তিদের চেয়েও এগিয়ে রেখেছেন। পাকিস্তানের একটি ইউটিউব চ্যানেলকে এমনটাই বলেছেন লতিফ।

লতিফ বলেন, ‘ইংল্যান্ড সফরে ২০১৯ সালে আমি একটা টুইট করেছিলাম। আমি লিখেছিলাম যে, যাদের সঙ্গে আমি খেলেছিলাম (মিয়াঁদাদ, ওয়াসিম, ওয়াকার, ইনজামাম) তাদের থেকে বাবর এগিয়ে। আমি অনেক আগে কথাটা বলেছিলাম। বাবর এখনো সেটা প্রমাণ করে যাচ্ছে।’

লতিফ আরও বলেছেন যে পাকিস্তানে শুধুমাত্র একজন ব্যাটার বাবরের চেয়ে ভালো। তিনি সাবেক ওপেনিং ব্যাটার সাইদ আনোয়ার। লতিফ বলেন, ‘আমি সাঈদের (আনোয়ার) কথা বলবো। তার মতো ব্যাটার নেই। আমি তাকে খুব কাছ থেকে দেখেছি। বিশ্বাস করুন, তিনি একজন ক্যারিশম্যাটিক খেলোয়াড় ছিলেন।’

‘এখন বৃত্তের ভিতরে পাঁচজন ফিল্ডার থাকে। তখন চারজন ছিল। বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম থাকলে আনোয়ার বা ইনজামাম বোলারদের খেয়ে ফেলতেন। তারা সেই যুগের গ্রেট। তিনি (বাবর) এই যুগের ব্র্যাডম্যান ও লারা।’ – সাবেক অধিনায়ক যোগ করেন।

২০১৫ সালে অভিষেকের পর থেকে এ পর্যন্ত বাবর পাকিস্তানের হয়ে ৪০টি টেস্ট ম্যাচে ২৮৫১ রান করেছেন। ৮৬টি ওয়ানডে ম্যাচে করেছেন ৪২৬১ রান। ৭৪টি টি-টোয়েন্টিতে তুলেছেন ২৬৫৬ রান। জিতেছেন ২০২১ সালের আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কারও।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

উইজডেনের সর্বকালের সেরা অনূর্ধ্ব-২৩ টেস্টে শচীন-ওয়াকারদের সাথে রাবাদা

উইজডেনের সর্বকালের সেরা অনূর্ধ্ব-২৩ টেস্টে শচীন-ওয়াকারদের সাথে রাবাদা

অস্ট্রেলিয়া বিশ্বকাপেই পাকিস্তান দলে ফিরতে চান মোহাম্মদ ইরফান

অস্ট্রেলিয়া বিশ্বকাপেই পাকিস্তান দলে ফিরতে চান মোহাম্মদ ইরফান

অ্যান্ডারসনের থেকে কিছু ‘শিখতে’ মুখিয়ে আছেন হাসান আলী

অ্যান্ডারসনের থেকে কিছু ‘শিখতে’ মুখিয়ে আছেন হাসান আলী

আইসিসি সভায় রমিজ রাজার প্রস্তাবকে ‘না’

আইসিসি সভায় রমিজ রাজার প্রস্তাবকে ‘না’