ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে টানা পঞ্চম হারের দেখা পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচ হারের দিনে একটি মাইলফলকও স্পর্শ করেছেন দলের অধিনায়ক রোহিত শর্মা। সপ্তম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামার আগে ১০ হাজার রান থেকে ২৫ রান দূরে ছিলেন রোহিত শর্মা। এই ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ২৮ রান করে এই ক্রিকেটার।
এই ২৮ রানে ভর করেই ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন রোহিত শর্মা। আর প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান করেন বিরাট কোহলি (১০,৩৭৯)।
টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের ক্লাবের প্রতিষ্ঠাতা ব্যাটিং দানব ক্রিস গেইল। তিনিই প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০ হাজার রান করেন। আর টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান মালিকও এই ক্যারিবিয়ান ( ১৪,৫৬২)।
রোহিত শর্মা তার ক্যারিয়ারের ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে খেলেছেন ৩৭৫ ম্যাচ। এ সময় তার ব্যাট থেকে এসেছে ৬ সেঞ্চুরি এবং ৬৯ হাফ সেঞ্চুরি। ক্যারিয়ারের স্ট্রাইক রেট ১৩৩ দশমিক ৭৪।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে করা ১০,০০৩ রানের ৩,৩১৩ রান করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। আর বাকি রান এসেছে ঘরোয়া টি-টোয়েন্টি থেকে। আইপিএল ক্যারিয়ারে ২১৮ ম্যাচ খেলে ৫,৭১৯ রান করেছেন রোহিত। আইপিএল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তার উপরে আছেন কেবল শিখর ধাওয়ান (৫৯৮১) এবং বিরাট কোহলি (৬৩৯০)।
স্পোর্টসমেইল২৪/পিপিআর