নিজ দেশ ছেড়ে আয়ারল্যান্ডে খেলবেন কিউই ক্রিকেটার জর্জসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১২ পিএম, ১৩ এপ্রিল ২০২২
নিজ দেশ ছেড়ে আয়ারল্যান্ডে খেলবেন কিউই ক্রিকেটার জর্জসন

আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার লুক জর্জসন। ২০১৮ সালে নিউজিল্যান্ডের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা এই ক্রিকেটার কিউইদের জার্সিতে খেলবেন না। তাই আয়ারল্যান্ডে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের দল ওয়েলিংটন ফায়ারবার্ডসের হয়ে চুক্তিবদ্ধ ছিলেন ২৩ বছর বয়সী জর্জসন। এরপরেও নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে আয়ারল্যান্ডে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে আয়ারল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের দল নর্দার্ন নাইটসের হয়েও খেলেছিলেন।

জর্জসন তার বিবৃতিতে বলেছেন, “ক্রিকেট আয়ারল্যান্ডের কাছে এই প্রস্তাব পেয়ে আমি খুশি। ওয়েলিংটন এবং নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন। এটি বড় সিদ্ধান্তও বটে।”

এদিকে নর্দার্ন নাইটসের হয়ে খেলার সময় নিজেকে অনেক বেশি পরিণত করে তুলতে পেরেছেন বলেও জানান জর্জসন। তিনি বলেন, “নর্দার্ন নাইটসের হয়ে খেলার অভিজ্ঞতা দারুণ ছিল। সেখানে আমি মজার কিছু সময় কাটিয়েছি। আর আমার পরিণত হয়ে উঠার পিছনে এর বড় অবদান আছে।”

নিউজিল্যান্ডের হয়ে যুব বিশ্বকাপ খেলা লুক জর্জসনের আছে আইরিশ পাসপোর্ট। এই কারণে যেকোনো মুহূর্তে আয়ারল্যান্ড দলের হয়ে মাঠে নামতে পারবেন। এখন আয়ারল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে প্রমাণ করলেই হয়তো খুলে যাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার দরজা।

আয়ারল্যান্ড ক্রিকেটে নতুন কেন্দ্রীয় চুক্তিতে আরও দুই বিদেশি ক্রিকেটারকে অন্তর্ভূক্ত করা হয়েছে। তারা হলেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া স্টিফেন দোহেনি এবং মারে কমিন্স। লুক জর্জসনের সাথে দুই বছরের চুক্তি করা হলেও তাদের সাথে ক্রিকেট আয়ারল্যান্ডের চুক্তির মেয়াদ এক বছর।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবেন কিউই ক্রিকেটার গ্লেন ফিলিপস

টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবেন কিউই ক্রিকেটার গ্লেন ফিলিপস

অবসরের ঘোষণা দিলেন হামিশ বেনেট

অবসরের ঘোষণা দিলেন হামিশ বেনেট

ইংল্যান্ড সিরিজে প্রস্তুত উইলিয়ামসন: গ্যারি স্টেড

ইংল্যান্ড সিরিজে প্রস্তুত উইলিয়ামসন: গ্যারি স্টেড

টি-টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারে ফিন অ্যালেন

টি-টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারে ফিন অ্যালেন