দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্রোতের বিরুদ্ধে গিয়ে লড়েছিলেন তাইজুল ইসলাম। সেই ম্যাচে ভালো খেলার প্রতিফলন পড়েছে তার র্যাঙ্কিংয়েও। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।
আইসিসি সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন ২২তম স্থানে এসেছেন তাইজুল ইসলাম। ৬৩৬ রেটিং নিয়ে ২২তম স্থানে এসেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকায় পোর্ট এলিজাবেথ টেস্টে প্রথম ইনিংসে ১৩৫ রানে ৬ উইকেট শিকার করেন। এছাড়াও দ্বিতীয় ইনিংসে শিকার করেন তিন উইকেট।
দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশেষভাবে নজর কেড়েছেন খালেদ আহমেদ। দুই ম্যাচে মোট ৮ উইকেট নিয়েছেন। এতে ২২তম ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের ৯৮তম স্থানে উঠে এসেছেন তিনি।
তাইজুল এবং খালেদ আহমেদ আগালেও পিছিয়েছেন বাংলাদেশ দলের দুই গুরুত্বপূর্ণ বোলার মেহেদি হাসান মিরাজ এবং ইবাদত হোসেন। দুইজনের অবস্থান যথাক্রমে ৩৪ এবং ৮৫তম।
এদিকে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দারুণ বোলিং করেছেন কেশব মহারাজ। দুই ম্যাচেরই চতুর্থ ইনিংসে ৭ টি উইকেট শিকার করেছেন তিনি। এতেই সাত ধাপ এগিয়ে ২১তম স্থানে আছেন তিনি।
এছাড়াও দক্ষিণ আফ্রিকার আরেক স্পিনার সাইমন হার্মার র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। ২৬ ধাপ এগিয়ে তার বর্তমান অবস্থান ৫৪ নম্বরে।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ভালো খেলা লিটন কুমার দাস দক্ষিণ আফ্রিকায় দেখাতে পারেননি নিজের চেনা ছন্দ। এর প্রভাবও পড়েছে র্যাঙ্কিংয়ে। তিন ধাপ পিছিয়ে তার বর্তমান অবস্থান ২০ নম্বরে। এছাড়াও বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ তিন ব্যাটার মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবং মমিনুল হকও পিছিয়েছেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর