জাস্টিন ল্যাঙ্গার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কোচের পদটা শূন্য ছিল। ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তারই সহকারী অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অবশেষে স্থায়ীভাবে দায়িত্ব পেলেন তিনি। ম্যাকডোনাল্ডকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ম্যাকডোনাল্ডের অধীনে পাকিস্তান সিরিজে টেস্ট এবং টি-টোয়েন্টিতে সাফল্য পেয়েছে অজিরা। এই সাফল্যের কারণেই তার সঙ্গে চুক্তি বাড়ানোর করার কথা ভাবছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। অবশেষে সেটাও হয়ে গেল। আপাতত চার বছরের জন্য অজি ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ম্যাকডোনাল্ড।
ম্যাকডোনাল্ডের নিয়োগের ব্যাপারে অজি ক্রিকেট বোর্ডের প্রধান নিক হুকলি বলেন, ‘অ্যান্ড্রু ইতিমধ্যেই দেখিয়েছেন যে তিনি একজন অসামান্য প্রধান কোচ। নিয়োগ প্রক্রিয়ার সময় তিনি যে ভবিষ্যৎ রূপরেখা দিয়েছেন তা চমৎকার ছিল। যা তাকে আমাদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।’
তিনি আরও বলেন, ‘অ্যান্ড্রু, প্যাট এবং অ্যারনের নেতৃত্বে দলটি যেভাবে খেলেছে এবং পাকিস্তান সফরে যে সম্মান দেখানো হয়েছে তাতে আমরা গর্বিত। অ্যান্ড্রু স্থায়ীভাবে তার ভূমিকা পালন করতে পেরেছেন।’
ম্যাকডোনাল্ডের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ল্যাঙ্গারের অধীনে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ম্যাকডোনাল্ড ভিক্টোরিয়া এবং মেলবোর্ন রেনেগেডসকেও কোচিং করিয়েছেন। তার অধীনে শিরোপাও জিতছে দল দুটি। আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রধান কোচও ছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়ে একটি বিবৃতিতে ম্যাকডোনাল্ড জানিয়েছেন, তিনি সুযোগ পেয়ে ‘সম্মানিত’। তিনি বলেন, ‘আমার পরিকল্পনা হলো গ্রুপের সাথে সম্মিলিতভাবে কাজ করার সময় স্কোয়াডের বৃদ্ধি, গভীরতা এবং অভিজ্ঞতার বন্ধন তৈরি করা।’
ম্যাকডোনাল্ডের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ। প্রথম বছরেই শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে টেস্টে আসল পরীক্ষা দিতে হবে তাকে। তার পরের অ্যাসাইনমেন্ট হবে ঘরের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরে রাখা।
স্পোর্টসমেইল২৪/এএইচবি