ঘরের মাঠে দলকে অ্যাশেজ জিতিয়ে দায়িত্ব ছেড়েছিলেন সাবেক প্রধান কোচ জ্যাস্টিন ল্যাঙ্গার। এরপরেই অন্তবর্তীকালীন কোচ হিসেবে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের হাতে দায়িত্ব ছেড়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। শেষ পর্যন্ত তার উপরই ভরসা রাখতে বলে ধারণা করছে বিভিন্ন গণমাধ্যম।
অ্যাশেজ সিরিজ জয়ের পরও চুক্তির মেয়াদ মাত্র চার মাস বাড়ানোয় অস্ট্রেলিয়া দলের দায়িত্ব ছাড়েন জ্যাস্টিন ল্যাঙ্গার। সে সময় শোনা যাচ্ছিলো ড্রেসিং রুমে ক্রিকেটারদের সম্পর্ক ভালো না থাকায় এই তাকে কোচ হিসেবে রাখতে ইচ্ছুক ছিল না সিএ। এই কারণেই চুক্তির মেয়াদ কম সময়ের জন্য বাড়াতে চেয়েছিল সিএ।
ল্যাঙ্গারের পর অন্তবর্তীকালীন দায়িত্ব নেন ম্যাকডোনাল্ড। দায়িত্ব নিয়েই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জেতান। এছাড়াও পাকিস্তানের বিপক্ষে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজও জেতে দল। তবে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হার মানে অজিরা।
তার অধীনে অস্ট্রেলিয়া দলের দূর্দান্ত পারফর্মেন্সের পর ম্যাকডোনাল্ডের উপরই ভরসা রাখতে চায় সিএ। এই কারণে সম্ভাব্য কোচ হিসেবে তার নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে।
এছাড়াও অস্ট্রেলিয়া জাতীয় দলের দুই অধিনায়ক প্যাট কামিন্স এবং অ্যারন ফিঞ্চ দুইজনই বারবার সংবাদমাধ্যমের সামনে ম্যাকডোনাল্ডের কোচিংয়ের প্রশংসা করেছেনে। হয়তো এই কারণেও আর বিকল্প খুঁজতে ইচ্ছুক না সিএ।
অস্ট্রেলিয়ান বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে বুধবার (১৩ এপ্রিল) এই বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে সিএ। তবে কতদিন মেয়াদে ম্যাকডোনাল্ড এই দায়িত্ব পেতে পারেন সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া দলের ভবিষ্যত কোচ কে হবেন, তা জানার জন্য অপেক্ষা করতেই হচ্ছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর