ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ টি-টোয়েন্টি ব্লাস্টে কাউন্টি দল গ্ল্যাস্টারশায়ারের হয়ে খেলবেন কিউই ক্রিকেটার গ্লেন ফিলিপস। পুরো মৌসুমের জন্যই দলটির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
গ্ল্যাস্টারশায়ারের সাথে পুরো মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হলেও কবে নাগাদ দলে যোগ দিতে পারবেন সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি নির্ভর করছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে তার দল সানরাইজার্স হায়দরাবাদের উপর।
আইপিএলের ১৫তম আসরে হায়দরাবাদ নক আউট পর্বে না খেললে মৌসুমের প্রথম ম্যাচ থেকেই মাঠে নামবেন গ্লেন ফিলিপস। আর না হলেও দ্বিতীয় ম্যাচ থেকে তাকে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ইতিমধ্যেই পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ’র সাথে চুক্তি করেছে গ্ল্যাস্টারশায়ার। আর দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে যুক্ত হচ্ছেন গ্লেন ফিলিপস।
টি-টোয়েন্টি ব্লাস্ট চলাকালীন নিজেদের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দিবে পাকিস্তান। সেই সিরিজের দলে নাসিম শাহ ডাক পেলে তিনি জাতীয় দলে যোগ দিবেন বলেও জানিয়েছে গ্ল্যাস্টারশায়ার। সে সময় অজি ক্রিকেটার মার্কাস স্টয়নিসের সাথে চুক্তি করার চিন্তা ভাবনাও আছে কাউন্টি দলটির।
টি-টোয়েন্টি ব্লাস্টের সর্বশেষ আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন গ্লেন ফিলিপস। সেবার ১২ ম্যাচে ১৬৩ দশমিক ৩৯ গড়ে করেছিলেন ৫০০ রান। আর সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন অজি ক্রিকেটার জশ ইংলিশ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর