আইপিএলের চলতি মৌসুমে কোনো দলের হয়ে না খেললেও মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। নিজ দেশের জাতীয় দলের হয়ে খেলার চেয়ে আইপিএলের এ দায়িত্ব পালনকেই বড় করে দেখছেন তিনি।
বুধবার থেকে শুরু হয়েছে শ্রীলঙ্কার ঘরোয়া একদিনের টুর্নামেন্ট। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, জাতীয় দলে পুনরায় খেলতে হলে মালিঙ্গাকে অবশ্যই অংশ নিতে হবে এ টুর্নামেন্টে। কিন্তু ডাম্বুলার হয়ে খেলার সুযোগ পেয়েও সেই ডাকে সাড়া দেননি মালিঙ্গা। তিনি থেকে গিয়েছেন আইপিএলে তার দল মুম্বাই ইন্ডিয়ান্সেই।
যার ফলে আশঙ্কা করা হচ্ছে, আর কখনোই হয়তো জাতীয় দলে ফেরা হবে না ৩৪ বছর বয়সী এই পেসারের। তবে মালিঙ্গা নিজে বিশ্বাস করেন, আইপিএল শেষ করেও যদি তিনি ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেন, তাতেই তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করবে নির্বাচক কমিটি।
এক ভিডিও বার্তায় মালিঙ্গা বলেছেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে আমার কাজ শেষ হবে মে মাসের ২৫ বা ২৬ তারিখ। এরপর আমি অনুশীলন করার জন্য ফ্রি থাকবো অথবা যেখানেই খেলতে বলা হোক খেলতে পারব। আর আমি যদি নিজেকে প্রমাণ করতে পারি, তাহলে নির্বাচকমন্ডলী আমাকে বাছাই করবে আশা করছি।’
মালিঙ্গা নিজে আশাবাদী হলেও লঙ্কান বোর্ডের সাম্প্রতিক বার্তায় ছিল কড়াকড়ি আদেশ। যা উপেক্ষা করে নিজের ক্যারিয়ার দীর্ঘায়িত করার পথটা বেশ কঠিনই করে তুললেন তিনি। গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি মালিঙ্গা। বর্তমান পরিস্থিতিতে তার জন্য আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা বেশ কঠিনই হতে চলেছে।