পাকিস্তানের রাজনীতিতে এসেছে রদ-বদল। ইমরান খানকে সরিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন শাহবাজ শরিফ। এই কারণেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে রমিজ রাজার ভবিষ্যত নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা। তবে এখনও কোনো সিদ্ধান্ত নিতে চান তিনি। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।
পাকিস্তানে রাজনীতি এবং ক্রিকেট খুবই ঘনিষ্ঠভাবে চলে। এই কারণে সরকার পরিবর্তনের সাথে সাথে পিসিবিতেও আসে পরিবর্তন। এবারও সেই রকমই কিছু হবে, এই ভাবনাটাও অমূলক না।
২০২১ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী ইমরান খানের প্রত্যক্ষ সহায়তায় পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেন রমিজ রাজা। এহসান মানিকে সরিয়ে পিসিবির ক্ষমতায় আসা এই ক্রিকেটারের ভবিষ্যত নিয়ে তাই তৈরি হয়েছে শঙ্কা।
কিছুদিন আগে পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছিল, সরিয়ে দেওয়ার আগে নিজ থেকেই দায়িত্ব ছাড়তে চান রমিজ রাজা। ফিরবেন নিজের পুরোনো পেশা ধারাভাষ্যে। তবে এবার ভিন্ন তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী একটি পত্রিকা।
তারা জানিয়েছে, নিজ থেকে দায়িত্ব ছাড়তে চান না রমিজ রাজা। এ বিষয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তিনি। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি রমিজ রাজা কিংবা শাহবাজ শরিফের কেউই।
পিসিবির দায়িত্ব নিয়ে স্বল্প সময়েই বেশ সফল হয়েছেন রমিজ রাজা। দীর্ঘ ২৪ বছর পর অস্ট্রেলিয়াকে নিজেদের দেশের মাটিতে এনেছেন। এছাড়াও পাকিস্তান ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নেও কাজ করার উদ্যোগ নিয়েছেন তিনি।
এদিকে পাকিস্তান জুড়ে রমিজ রাজার উত্তরসূরি কে হবেন তা নিয়েও শুরু হয়েছে জল্পনা-কল্পনা। ধারণা করা হচ্ছে রমিজ রাজাকে সরিয়ে দিলে সেই জায়গায় দায়িত্ব পেতে পারেন সাবেক পিসিবি সভাপতি নাজাম শেঠি।
৭০ বছর বয়সী এই পাকিস্তানি ব্যবসায়ী শাহবাজ শরিফের খুবই ঘনিষ্ঠ লোক হিসেবে বিবেচিত হন। এছাড়াও এর আগে তার পিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে। সব মিলিয়ে পিসিবিতে কি পালা-বদল আসে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর