অস্ট্রেলিয়া বিশ্বকাপেই পাকিস্তান দলে ফিরতে চান মোহাম্মদ ইরফান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৮ পিএম, ১২ এপ্রিল ২০২২
অস্ট্রেলিয়া বিশ্বকাপেই পাকিস্তান দলে ফিরতে চান মোহাম্মদ ইরফান

একটা সময় পাকিস্তানের বোলিং আক্রমণের অন্যতম ভরসা ছিলেন মোহাম্মদ ইরফান। এরপর ইনজুরি আর ফিটনেসের সমস্যা নিয়ে হুট করেই আড়ালে চলে যান দীর্ঘদেহী এই পেসার। অবশেষে আবারও নতুন লক্ষ্য নিয়ে ফিরেছেন তিনি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলে ফিরতে চান ইরফান।

২০১৯ সালের নভেম্বরে শেষবারের মতো পাকিস্তানের জার্সি গায়ে দেখা গিয়েছিল ইরফানকে। আবারও দলে ফিরতে চান তিনি। সে উপলক্ষ্যে নিজের ফিটনেস নিয়েও কাজ শুরু করেছেন ৩৯ বছর বয়সী এই পেসার। ঘাম ঝরাচ্ছেন জিম এবং মাঠে।

পাকিস্তানের স্থানীয় এক টিভি চ্যানেলের সঙ্গে আলাপচারিতায় ইরফান বলেন, ‘আগে আমার ফিটনেস সমস্যা ছিল। আমি এটা নিয়ে কঠোর পরিশ্রম করেছি। সময়ের সাথে সাথে আমার বোলিং এবং ফিটনেস উন্নত হয়েছে কারণ আমি একজন প্রশিক্ষক নিয়োগ করেছি।’

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান দীর্ঘদেহী এই পেসার।

নিজের সামর্থ্যের কথা জানিয়ে ইরফান বলেন, ‘আমার লক্ষ্য হল অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা। যেখানে অতিরিক্ত বাউন্সের সুবিধা নিয়ে আমি ভয়ংকর হয়ে উঠতে পারি।’

পাকিস্তানের হয়ে ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় ইরফানের। অভিষেকের পর থেকেই দারুন পারফর্ম্যান্স করে গেছেন তিনি। নিজের উচ্চতা কাজে লাগিয়ে ব্যাটারদের ভালোই ভুগিয়েছেন সাত ফুট এক ইঞ্চি লম্বা এই পেসার।

পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারে এ পর্যন্ত ৬০টি ওয়ানডে, চারটি টেস্ট এবং ২২টি টি-টোয়েন্টি খেলেছেন ইরফান। ওয়ানডেতে উইকেট নিয়েছেন ৮৩টি। টেস্টে ১০টি ও টি-টোয়েন্টিতে উইকেট নিয়েছেন ১৬টি উইকেট।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

অ্যান্ডারসনের থেকে কিছু ‘শিখতে’ মুখিয়ে আছেন হাসান আলী

অ্যান্ডারসনের থেকে কিছু ‘শিখতে’ মুখিয়ে আছেন হাসান আলী

আইসিসি সভায় রমিজ রাজার প্রস্তাবকে ‘না’

আইসিসি সভায় রমিজ রাজার প্রস্তাবকে ‘না’

শচীনকে ছাড়িয়ে গেলেন বাবর আজম

শচীনকে ছাড়িয়ে গেলেন বাবর আজম

হার্ট অ্যাটাক জয় করে নেটে ফিরলেন আবিদ আলী

হার্ট অ্যাটাক জয় করে নেটে ফিরলেন আবিদ আলী