জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার নারী আম্পায়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৪ পিএম, ১২ এপ্রিল ২০২২
জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার নারী আম্পায়ার

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ম্যাচে প্রথমবারের মতো যুক্ত হলো নারী আম্পায়ার। মিরপুর সিটি ক্লাব মাঠে ঢাকা মেট্রো অঞ্চলের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন সাবেক নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসি। ছেলেদের স্কুল ক্রিকেটে এটিই প্রথম কোন নারী আম্পায়ারের দায়িত্ব পালন।

মঙ্গলবার (১২ এপ্রিল) মিরপুরের সিটি ক্লাব মাঠে ঢাকা মেট্রো অঞ্চলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্যামব্রিয়ান স্কুল এবং পূর্ব বাসাবো স্কুল। ম্যাচটিতে মো. শাকিরের সঙ্গে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালনে ছিলেন জেসি।

জেসি এর আগে গত ২৬ মার্চ স্বাধীনতার ৫১ বছর পূর্তির দিনে সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে প্রদর্শনী ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে বাংলাদেশ লাল ও সবুজ দলের হয়ে খেলা মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাসুদ পাইলটদের ম্যাচে ৩ আম্পায়ারের দু’জনই ছিলেন নারী।

অনফিল্ড আম্পায়ার হিসেবে জেসি ও সৈয়দ মাহবুবউল্লাহ দায়িত্ব পালন করেন। আর তৃতীয় আম্পায়ারের দায়িত্বে ছিলেন আরেক নারী ডলি রানী সরকার। প্রথমবারের মতো আম্পায়ারিংয়ের দায়িত্ব পালনে শুরুতে একটু নার্ভাস থাকলেও পরে সব কিছু ঠিকঠাক ছিল।
sportsmail24

জেসি জানিয়েছিলেন, ‍“একটু নার্ভাস ছিলাম যে, যাদের খেলা দেখে ক্রিকেটার হয়েছি, বড় হয়েছি। তাদের ম্যাচে আম্পায়ারিং করবো। রোমাঞ্চের সাথে নার্ভাসনেসও ছিল। তবে মাঠে নামার পর পুরো ব্যাপারটা পেশাদার মনে হয়েছে। খুবই ভালো লেগেছে, আমার জন্য এটা অনেক বড় পাওয়া।”

মেয়েদের আম্পায়ারিং নিয়ে জেসি আরও বলেন, “আশা করছি ভবিষ্যতে আমরা আরও ভালো কাজ করার সুযোগ পাব। অবশ্যই লক্ষ্য আছে, যেহেতু মেয়েদের বিশ্বকাপে ম্যাচ রেফারি আছে, আম্পায়ার মেয়েরা আছে। এমনকি ছেলেদের ক্রিকেটে এখন মেয়ে আম্পায়ার আছে।”
sportsmail24

এদিকে, বিসিবি আগেই ঘোষণা দিয়েছিল যে, এবারের স্কুল ক্রিকেটে মোট ২৫ জন নারী আম্পায়ারকে সুযোগ দেয়া হবে। যা মিরপুরে সিটি ক্লাব মাঠে ঢাকা মেট্রো অঞ্চলের উদ্বোধনী ম্যাচে দিয়ে কথা রাখলো বিসিবি।

এবারের আসরে সারাদেশে মোট ৩৪৮টি স্কুল অংশগ্রহণ করছে। জেলা পর্যায়ে হবে ৫৮১টি ম্যাচ। বিভাগীয় ও ন্যাশনাল রাউন্ড মিলিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ৬৫৩টি ম্যাচ হবে।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

৫০ ওভারের স্কুল ক্রিকেটে ৪৫৫ রানের রেকর্ড

৫০ ওভারের স্কুল ক্রিকেটে ৪৫৫ রানের রেকর্ড

খালেদ আহমেদকে আইসিসির জরিমানা

খালেদ আহমেদকে আইসিসির জরিমানা

এক ম্যাচ জিতেই বিশ্বসেরা দল হয়ে যাইনি: মমিনুল

এক ম্যাচ জিতেই বিশ্বসেরা দল হয়ে যাইনি: মমিনুল

মুশফিকের ‘আত্মঘাতী’ রিভার্স সুইপ, সুজন বললেন ‘অপ্রত্যাশিত’

মুশফিকের ‘আত্মঘাতী’ রিভার্স সুইপ, সুজন বললেন ‘অপ্রত্যাশিত’