দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। এই ম্যাচে আইসিসির কোড অব কন্ডাক্ট ভেঙে জরিমানার কবলে পড়েছেন বাংলাদেশি পেসার খালেদ আহমেদ।
পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৯৫তম ওভারে বোলিং করছিলেন খালেদ আহমেদ। ওই সময় প্রোটিয়া ব্যাটার কাইল ভেরাইন্নিকে অযথাই বল ছুড়ে মারেন খালেদ।
এ কারণেই তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির কোড অব কন্ডাক্টের ২ দশমিক ৯ ধারায় বলা আছে, ক্রিকেটার কিংবা অফিসিয়াল কাউকেই অযথা বল ছুড়ে মারা যাবে না। আর সেই কাজটিই করেছেন খালেদ।
এই কারণেই তার বিরুদ্ধে মাঠে আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ এনেছে মাঠে দায়িত্ব পালন করা আম্পায়াররা। ম্যাচ শেষে রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে অভিযোগ দেওয়া হলে, সেখানে অভিযোগ মেনে নেন খালেদ। এই কারণে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হলেও তার নামের পাশে যুক্ত করা হয়নি কোনো ডিমেরিট পয়েন্ট। পরবর্তী ২৪ মাসের মধ্যে তার নামের পাশে চার ডেমিরট পয়েন্ট যুক্ত হলে এক টেস্ট অথবা দুই ওয়ানডে অথবা দুই টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ থাকবেন এই ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দল বাজেভাবে হারলেও বল হাতে কিছুটা সফল ছিলেন এই পেসার। দুই টেস্টে মোট ৮ উইকেট শিকার করেন খালেদ আহমেদ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর