নিজ দেশের প্রতিভাবানদের কাজে লাগাতে বললেন মরগান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৫ পিএম, ১২ এপ্রিল ২০২২
নিজ দেশের প্রতিভাবানদের কাজে লাগাতে বললেন মরগান

সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের সময়টা একদমই ভালো যাচ্ছে না। বিশেষ করে টেস্টে তাদের যাচ্ছেতাই অবস্থা। অথচ ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট কিংবা পাইপলাইনে প্রতিভাবান ক্রিকেটারের ছড়াছড়ি। দলের এমন অবস্থায় তিন ফরম্যাটেই প্রতিভাবানদের কাজে লাগাতে বললেন ওয়ানডে অধিনায়ক ইয়ান মরগ্যান।

ইংল্যান্ডের ২০২২ সালের শুরুটাই হয়েছে বাজেভাবে, যা এখনো চলছে। ইংল্যান্ড ক্রিকেটের দূরবস্থার চিত্র তুলে ধরতে শুরতেই বোর্ডের দিকে ইঙ্গিত করেন মরগ্যান। রঙ্গিন পোশাকের অধিনায়ক আক্ষেপের সুরে বলেন, ‘এখানে কোনো কোচ নেই, ক্রিকেটের কোনো ব্যবস্থাপনা পরিচালক নেই, কোনো নির্বাচকও নেই।’

আইপিএলে এবারের আসরে দল পাননি মরগ্যান। তাই পরিবারের সাথে কিছুটা সময় কাটিয়ে চলে গেছেন আবুধাবিতে। সেখানে দীর্ঘদিনের বন্ধু পল স্টার্লিংয়ের সঙ্গে মিলে তরুণদের নিয়ে কাজ করেছেন ইংলিশ অধিনায়ক। জাতীয় দলের বর্তমান অবস্থা নিয়ে সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি।

মরগ্যান বলেন, ‘আপনি যদি কিছু পরিবর্তন করতে চান। তবে বিভিন্ন সিরিজ এবং বিভিন্ন ফরম্যাটের প্রত্যাশার স্তরটি ভালোভাবে জানাতে হবে। দলটাকে সম্পূর্ণরূপে বুঝতে হবে। খেলার তিনটি ফরম্যাটেই আমাদের প্রচুর প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। এদেরকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে।’

বর্তমানে অন্তবর্তীকালীন কোচের অধীনে খেলে যাচ্ছে ইংল্যান্ড। তাই সর্বমহল থেকে দ্রুত কোচ নিয়োগ দেয়ার জন্য তাড়া চলছে। এই ব্যাপারটা মোটেও ভালো লাগেনি মরগ্যানের। তার মতে, আগে বোর্ডের জন্য একজন পরিচালক নিয়োগ দেয়া উচিত। এরপর তার সিদ্ধান্তে কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করা উচিত।

ইংলিশ অধিনায়ক বলেন, ‘অনেক লোক কোচ নিয়োগের বিষয়ে সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়েছেন। কিন্তু প্রথম পয়েন্টটি হলো একজন পরিচালক নিয়োগ করা। তারপরে কোচের নিয়োগ প্রক্রিয়া শুরু করা।’

কোচিং নিয়ে আলোচনায় মরগ্যানের নাম নিয়মিত উঠে আসে। এই ব্যাপারে মরগ্যানও আগ্রহী। তিনি বলেন, ‘আমি সবসময় ক্রিকেটের মধ্যে কোনো না কোনো ভূমিকা রাখতে চাই। তবে এটা (কোচিং) কেমন হবে এই মুহূর্তে আমি এখনও জানি না। আমি এমন কোনো ভূমিকার কথা এখনো ভাবিনি তবে বিশ্বাস করি।’

মরগ্যান মনে করেন, তিনি ফরম্যাটে ভিন্ন ভিন্ন খেলোয়াড় থাকা দরকার। তিনি বলেন, ‘প্রতিটি দেশেই লাল ও সাদা বলের ক্রিকেটের মধ্যে একটি বড় বিভাজন দেখছি। এটি বেশ সুন্দর। তিন ফরম্যাটেই খেলা চালিয়ে যেতে অনেক সময় লাগে। তাই প্রতিটি ফরম্যাটেই ভিন্ন ভিন্ন খেলোয়াড় থাকা দরকার।’

সাদা বলে ইংল্যান্ডের পরবর্তী সিরিজ হবে চলতি বছরের জুনে। আমস্টেলভিনে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে মরগ্যানরা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

নিলামে উঠা ম্যারাডোনার জার্সি নিয়ে বিতর্ক!

নিলামে উঠা ম্যারাডোনার জার্সি নিয়ে বিতর্ক!

দ্য হান্ড্রেডে দল পায়নি বাংলাদেশের কেউ

দ্য হান্ড্রেডে দল পায়নি বাংলাদেশের কেউ

কাউন্টি খেলার জন্য সাত খেলোয়াড়কে ছাড়পত্র দিল পিসিবি

কাউন্টি খেলার জন্য সাত খেলোয়াড়কে ছাড়পত্র দিল পিসিবি

ইংল্যান্ডের হেড কোচের দায়িত্ব নিতে ‘আগ্রহী’ ল্যাঙ্গার

ইংল্যান্ডের হেড কোচের দায়িত্ব নিতে ‘আগ্রহী’ ল্যাঙ্গার