ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট লিগ ইংলিশ কাউন্টিতে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলিং অলরাউন্ডার হাসান আলী। একই দলে খেলবেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। সেই সুবাদেই ‘সুইং মাস্টার’ থেকে কিছু শিখতে মুখিয়ে আছেন পাকিস্তানি অলরাউন্ডার।
কাউন্টি খেলতে শনিবার (৯ এপ্রিল) ম্যানচেস্টারে পৌঁছেছেন হাসান। চলতি সপ্তাহের শেষের দিকে ক্যান্টারবারিতে কেন্টের বিপক্ষে ল্যাঙ্কাশায়ারের হয়ে অভিষেক ম্যাচে মাঠে নামবেন তিনি। ল্যাঙ্কাশায়ারে পৌছে ক্লাবের সংবাদ সম্মেলনে কাউন্টিতে নিজের প্রত্যাশা নিয়ে কথা বলেছেন এই ক্রিকেটার।
নিজের লক্ষ্যের কথা বলতে গিয়ে হাসান বলেন, ‘সত্যি বলতে, এখানে খুব ঠান্ডা। তবে হ্যাঁ, আমাকে মানিয়ে নিতে হবে। এখানে খেলার সুযোগের জন্য আমি ল্যাঙ্কাশায়ার ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। এখানের খেলোয়াড়দের মধ্যে জিমি ভাইও আছেন, তাই আমি খুব খুশি এবং মুখিয়ে আছি।’
হাসান আরও বলেন, ‘সত্যি বলতে, আমি আগে কখনো তার (অ্যান্ডারসন) সাথে কথা বলিনি। কিন্তু এখন তাকে অনেক প্রশ্ন করতে হবে। আমি তাকে বিরক্ত করতে যাচ্ছি। আমি শিখতে যাচ্ছি কিভাবে সে বলকে দুই দিকে সুইং করে। বিশেষ করে ক্রস-সিম বলে। আমি এটা শিখতে যাচ্ছি।’
ইংল্যান্ডের মাটিতে নিজের রিভার্স সুইং কাজে লাগাতে চান হাসান। এই ক্ষেত্রে ইংল্যান্ডের পিচের চরিত্রের ব্যাপারে তাকে ধারণা দিয়ে সাহায্য করেছেন পাকিস্তান সুপার লিগে খেলা (পিএসএল) সাকিব মাহমুদ।
হাসান বলেন, ‘সাকিব আজ সকালে আমার সাথে কথা বলেছেন। সে বলেছিল এখানে বল রিভার্স হয়। পাকিস্তানি বোলার হিসেবে আমরা জানি কিভাবে বল রিভার্স করতে হয়। ছোটবেলা থেকেই আমরা রিভার্স সুইং ব্যবহার করতাম এখানে আবহাওয়া ঠান্ডা। আশা করি আমি উইকেট থেকে কিছুটা সাহায্য পাবো।’
ক্রিকেটে আসার পর থেকেই কাউন্টিতে খেলার স্বপ্ন দেখতেন হাসান। এবার সুযোগ পেয়ে কিংবদন্তি ওয়াসিম আকরামকে অনুসরণ করে এগিয়ে যেতে চান তিনি। ইংলিশ কাউন্টিতে খেলা প্রথম পাকিস্তানি ক্রিকেটার ছিলেন ওয়াসিম আকরাম।
হাসান বলেন, ‘শৈশব থেকে আমরা কাউন্টি ক্রিকেটের কথা শুনেছি। একজন পেশাদার ক্রিকেটার হিসাবে কাউন্টি ক্রিকেট খেলা উচিত। কারণ এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমি সেটাই অনুসরণ করতে যাচ্ছি। এখানে ওয়াসিম আকরামের পদচিহ্ন আছে, এটা আমার জন্য ভালো সুযোগ.’
ছয় ম্যাচের জন্য ল্যাঙ্কাশায়ারের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন হাসান। এই ছয় ম্যাচে নিজেকে উজাড় করে দিতে চান জানিয়ে হাসান বলেন, ‘আমি এখানে প্রথম ছয় ম্যাচের জন্য এসেছি। আমি আমার দল ল্যাঙ্কাশায়ারের জন্য অনেক উইকেট পেতে চাই।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি