মুশফিকের রিভার্স সুইপে অধিনায়ক মমিনুলের সমর্থন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ১১ এপ্রিল ২০২২
মুশফিকের রিভার্স সুইপে অধিনায়ক মমিনুলের সমর্থন

পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে ভালো একটা সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ। ঠিক সেই সময়ই রিভার্স সুইপ করে নিজের উইকেট বিলিয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন মুশফিক। সবাই যখন দলকে বিপদে ফেলা মুশফিকের এই রিভার্স সুইপ নিয়ে সমালোচনায় মুখর, তখন তার পাশে দাঁড়ালেন অধিনায়ক মমিনুল হক।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার মুশফিকুর রহিম। দলের বিপদের সময় রিভার্স সুইপ করে নিজের উইকেট বিলিয়ে দিতে যেন বেশ পটু হয়ে উঠেছেন এই ক্রিকেটার। আর এরপরেও তাকে সেই রিভার্স সুইপ করতে উৎসাহ দিচ্ছেন টেস্ট অধিনায়ক মমিনুল হক।

মমিনুলের ভাষ্য, ‘আমার মনে হয় উনার (মুশফিক) আউট নিয়ে খুব বেশি কথা হচ্ছে, আপনারা বলতেই পারেন। রিভার্স সুইপ তো ক্রিকেটেরই একটি শট, তাই না? এটাতো বাইরের কোনো শট না। এই শটটা উনি খেলতেই পারেন যদি উনার গেম প্ল্যানে থাকে।’

এমনকি অধিনায়ক মমিনুল হকের মতে মুশফিককে রিভার্স সুইপে খুব বেশি ব্যর্থ হন না, তাই তো তাকে সমর্থন দিতে চান। তিনি বলেন, ‘এমন না যে এটা খেলে উনি রান করেননি বা অসফল খুব। আমার কাছে মনে হয় উনাকে সমর্থন দেওয়া উচিৎ।’

পোর্ট এলিজাবেথে হারের জন্য দলের বাজে ব্যটিংকেই দায়ী করেছেন অধিনায়ক বাংলাদেশ অধিনায়ক। এছাড়াও তার দায় দল হিসেবে ভালো খেলতে না পারার ব্যর্থতাকে।

এ বিষয়ে মমিনুল বলেন, ‘ আমরা খুব বাজে ব্যাটিং করেছি। এটাই আর কিছু না। আমার কাছে মনে হয় বাজে ব্যাটিং করেছি আমরা। দল হিসেবে আমরা ওভাবে খেলতে পারিনি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনার কারণে ক্রিকেটে প্রথম বদলির সাক্ষী হলো বাংলাদেশ

করোনার কারণে ক্রিকেটে প্রথম বদলির সাক্ষী হলো বাংলাদেশ

মুশফিকের ‘আত্মঘাতী’ রিভার্স সুইপ, সুজন বললেন ‘অপ্রত্যাশিত’

মুশফিকের ‘আত্মঘাতী’ রিভার্স সুইপ, সুজন বললেন ‘অপ্রত্যাশিত’

টেস্টে তাইজুলের দশম পাঁচ উইকেট

টেস্টে তাইজুলের দশম পাঁচ উইকেট

পোর্ট এলিজাবেথে ১৩৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মিরাজ

পোর্ট এলিজাবেথে ১৩৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মিরাজ