ইউএসএইডের শুভেচ্ছাদূত হচ্ছেন রিয়াদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২০ নভেম্বর ২০১৭
ইউএসএইডের শুভেচ্ছাদূত হচ্ছেন রিয়াদ

প্রথম বাংলাদেশি অ্যাথলেট হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সাহায্য সংস্থা ইউএসএইডের (টঝঅওউ) শুভেচ্ছাদূত হচ্ছেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। সামাজিক উন্নয়নে সংস্থাটির বিভিন্ন কর্মসূচির প্রচারণা কাজে অংশ নেবেন বিপিএলে খুলনা টাইটান্সের এ অধিনায়ক।

এ কর্মসূচির মাধ্যমে সবার জন্য টেকসই শিক্ষা, সুস্বাস্থ্য, পুষ্টি নিশ্চিত করতে জনসচেতনতা বাড়াতে তিনি ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে সমাজের সার্বিক কর্মকাণ্ডে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করবেন বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ।

রাজধানীর লং বিচ হোটেলে ইউএসএইডের সঙ্গে আগামী এক বছরের জন্য শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি করবেন মাহমুদুল্লাহ। ইউএসএডের পক্ষে চুক্তি সই করবেন সংস্থাটির বাংলাদেশের মিশন প্রধান জেনিনা জারুজেলস্কি।



শেয়ার করুন :


আরও পড়ুন

তামিম-লিটনকে জরিমানা

তামিম-লিটনকে জরিমানা

টি-টোয়েন্টিতে পোলার্ডের ৫শ

টি-টোয়েন্টিতে পোলার্ডের ৫শ

মার্চে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

মার্চে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

খুদেদের উদ্দেশে শচীনের পরামর্শ

খুদেদের উদ্দেশে শচীনের পরামর্শ