পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনে জানা গিয়েছিল করোনা পজিটিভ হয়েছেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। একদিন পরেই জানা গেল করোনা আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকা দুই ক্রিকেটারও। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
রোববার (১০ এপ্রিল) এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয় করোনা পজিটিভ হয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। র্যাপিড অ্যান্টিজেন টেস্টে তার ফলাফল পজিটিভ আসলে করানো হয় আরটি পিসিআর টেস্ট। সেখানেই তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
ম্যাচের চতুর্থ দিনের সকালে জানা যায় করোনা পজিটিভ হয়েছেন দুই ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকান ওপেনার সিরিল এরউই এবং পেসার উইয়ান মুল্ডার করোনা আক্রান্ত হয়েছেন। তাদের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিএসএ।
এই দুই ক্রিকেটারের বদলি হিসেবে পোর্ট এলিজাবেথ টেস্টের চতুর্থ দিনে মাঠে নেমেছেন খায়া জোন্ডো এবং গ্লেন্টন স্ট্রুম্যান। এতেই নিজের অভিষেক টেস্ট খেলার সুযোগ পেয়েছেন খায়া জান্ডো।
সিএসএ’র দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, তৃতীয় দিনের খেলা শেষে এরউই এবং মুল্ডারের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। এরপরেই তাদের করোনা টেস্ট করানো হয়। আর সেই পরীক্ষার ফলাফলে তাদের পজিটিভ আসে।
এই দুই ক্রিকেটার ছাড়াও করোনা আক্রান্ত হওয়ায় দক্ষিণ আফ্রিকা দলের সাথে নেই বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট। ডারবান টেস্টে করোনা আক্রান্ত হন তিনি। এরপর থেকেই আইসোলেশনে আছেন এই প্রোটিয়া।
স্পোর্টসমেইল২৪/পিপিআর