আইসিসি সভায় রমিজ রাজার প্রস্তাবকে ‘না’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৭ এএম, ১১ এপ্রিল ২০২২
আইসিসি সভায় রমিজ রাজার প্রস্তাবকে ‘না’

ক্রিকেটের চার ক্ষমতাধর দেশ নিয়ে চার জাতি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ভর করেছিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সিদ্ধান্তের উপর। অবশেষে সময়ের অভাবের কারণে চার জাতি টুর্নামেন্টকে ‘না’বলে দিয়েছে আইসিসি।

রোববার (১০ এপ্রিল) দুবাইতে আইসিসির বোর্ড সভায় আইসিসি সদস্যরা বলেন, ধারণাটি ভালো কিন্তু বাস্তবসম্মত নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে যে কারণটি বলা হয়েছে তা হলো, আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) পরিপূর্ণ। এই ধরনের নতুন টুর্নামেন্টের জন্য কোনও জায়গা খালি নেই।

আইসিসির একজন সদস্য বলেন, ‘বোর্ড মিটিংয়ে বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে। রমিজের কাছে একটি আনুষ্ঠানিক স্বীকৃতিও ছিল। ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে এটি একটি দুর্দান্ত ধারণা তবে এটি নির্ধারিত সময়সূচীর সাথে মোটেই মেলানো যাচ্ছিল না।’

তিনি আরও যোগ করেন, ‘বর্তমানে এফটিপি পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে। সেই অনুযায়ী আইসিসিও বর্তমানে সামনের টুর্নামেন্টগুলোর কথা মাথা রেখে কাজ চালিয়ে যাচ্ছে।’

ওইদিকে চার দল নিয়ে রমিজের এমন প্রস্তাবে মোটেও খুশি হতে পারেননি বাকি দেশগুলো। আইসিসির সেই আরও সদস্য বলেন, ‘যে দেশগুলিকে এই টুর্নামেন্টের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়নি। তারা এই ধারণার ব্যাপারে মোটেও খুশি ছিল না।’

আইসিসির পক্ষ থেকে রমিজের প্রস্তাবকে ‘না’ বলে দেয়ার পর একটি টুইট করেছিলেন পিসিবি চেয়ারম্যান। সেখানে তিনি বলেন, ‘আইসিসির সভায় আজ চার জাতি সিরিজের বিষয়ে দুর্দান্ত আলোচনা হয়েছে। ধারণাটিকে স্বাগত জানানো হয়েছে। যদিও এটা নিয়ে বিতর্ক হয়েছিল।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

ইমরান খান ক্ষমতাচুত্য, শঙ্কায় রমিজ রাজার পদ!

ইমরান খান ক্ষমতাচুত্য, শঙ্কায় রমিজ রাজার পদ!

শচীনকে ছাড়িয়ে গেলেন বাবর আজম

শচীনকে ছাড়িয়ে গেলেন বাবর আজম

ভারত-পাকিস্তান নিয়ে রমিজ রাজার প্রস্তাব আইসিসির টেবিলে

ভারত-পাকিস্তান নিয়ে রমিজ রাজার প্রস্তাব আইসিসির টেবিলে

হার্ট অ্যাটাক জয় করে নেটে ফিরলেন আবিদ আলী

হার্ট অ্যাটাক জয় করে নেটে ফিরলেন আবিদ আলী