আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতির জন্য সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন করছে আফগানিস্তান ক্রিকেট দল। রাজনৈতিক কারণে কখনই নিজেদের দেশে আন্তর্জাতিক সিরিজ খেলতে পারেননি দলটি। এ কারণে সংযুক্ত আরব আমিরাতই হয়েছে তাদের হোম ভেন্যু। এবার ক্রিকেটারদের সেখানেই রাখতে চায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
দিন কয়েক পরেই আয়ারল্যান্ড সফরে যাবে আফগানিস্তান দল। সেই সফরে আগে ভিসা নেওয়ার জন্য নিজেদের দেশে ফিরতে হবে ক্রিকেটারদের। সেই সমস্যা সমাধান করতে সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেটারদের জন্য ‘রেসিডেন্ডস ভিসা’ নিতে চায় এসিবি।
শুধু এই একটি কারণ নয়, তালেবান সমস্যার কারণে অনেক দেশই আফগানিস্তানকে ভিসা দিতে নারাজ। তবে সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেটারদের জন্য রেসিডেন্ডস ভিসা নিলে সেই সমস্যা থেকেও মুক্ত হবে আফগানিস্তানের ক্রিকেটাররা। এটাও ক্রিকেটাদের জন্য রেসিডেন্ডস ভিসা নেওয়ার অন্যতম কারণ।
এই বিষয়ে দেওয়া এক বিবৃতিতে এসিবি জানিয়েছে, ‘এসিবি প্রায়ই অন্য দলগুলোর সঙ্গে সিরিজ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করে। তাই কিছু কর্মকর্তা ও খেলোয়াড়ের আমিরাতে থাকার অনুমতিপত্র পাওয়া জরুরি।’
খেলোয়াড় এবং কর্মকর্তা মিলে প্রায় ২৪ জনের বর্তমান অবস্থান সংযুক্ত আরব আমিরাত। সেখানেই অনুশীলন ক্যাম্প করছে আফগানিস্তান দল। আর এই রেসিডেন্ডস ভিসা পেলে ক্রিকেটারদের জন্য আরব আমিরাতই হয়ে উঠবে দ্বিতীয় ঘর।
এদিকে আয়ারল্যান্ড সফরের পর সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার পরিকল্পনা করছে। ২০২১ সালের আগস্টে এই সিরিজ আয়োজিত হওয়ার কথা ছিল। তবে সে সময় আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ায় সেই সিরিজ খেলতে পারেননি দু’দল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর