ইমরান খান ক্ষমতাচুত্য, শঙ্কায় রমিজ রাজার পদ!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০১ পিএম, ১০ এপ্রিল ২০২২
ইমরান খান ক্ষমতাচুত্য, শঙ্কায় রমিজ রাজার পদ!

বিশ্ব ক্রিকেট সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সভা উপলক্ষে দুবাইয়ে অবস্থান করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। ঠিক সেই সময়ই ক্ষমতাচুত্য হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আর এতেই শঙ্কা জেগেছে রমিজ রাজার পিসিবির চেয়ারম্যান পদ নিয়ে! পাকিস্তানের গণমাধ্যমের খবর, পিসিবি চেয়ারম্যানের পদ হারাতে পারেন সাবেক এই ক্রিকেটার।

পাকিস্তানের রাজনীতি এবং ক্রিকেট, খুব ঘনিষ্ঠভাবেই জড়িয়ে আছে। পিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে বোর্ডের চিফ প্যাট্রন হন প্রধানমন্ত্রী। তাই তো সরকার বদল হলেই পিসিবিতে পরিবর্তন আসবে এটা পাকিস্তান ক্রিকেটের পুরাতন ঘটনা।

পিসিবির সভাপতি পদে এহসান মানির মেয়াদ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী ইমরান খানের ইচ্ছায় এই পদে আসেন রমিজ রাজা। তাই তো স্বাভাবিকভাবেই ইমরান খান সরকারের পতনের পর রমিজ রাজার ভবিষ্যত নিয়ে জেগেছে শঙ্কা।

অবশ্য পিসিবি প্রধান হিসেবে দায়িত্ব নিয়েই পাকিস্তান ক্রিকেটে প্রাণের জোয়ার তৈরি করেছেন রমিজ রাজা। এছাড়াও পাকিস্তান ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নেও কাজ করছেন। তবে সরকার পতনের কারণে এইসব কাজ অসম্পূর্ণ রেখেই হয়তো ছেড়ে যেতে হবে।

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের খবর, সরিয়ে দেওয়া হবে এমন কোনো আভাস পেলে নিজ থেকেই পিসিবির দায়িত্ব ছাড়বেন রমিজ রাজা। এমনকি তার কাছে ধারাভাষ্যের বেশ কিছু প্রস্তাব আছে, সেগুলো নিয়ে ভাববেন সাবেক এই ক্রিকেটার।

গণমাধ্যমগুলো আরও জানিয়েছে, পিসিবির দায়িত্বে ফিরতে পারেন সাবেক এক চেয়ারম্যান। যদিও তার নাম প্রকাশ করেনি পত্রিকাটি।

পিসিবির ৩৬তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন রমিজ রাজা। চতুর্থ ক্রিকেটার হিসেবে পিসিবির এই দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে ক্রিকেটারদের মধ্যে তিনজন এই দায়িত্ব পালন করতে পেরেছিলেন। তারা হলেন- হাফিজ কারদার, জাভেদ বার্কি এবং ইজাজ বাট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত-পাকিস্তান নিয়ে রমিজ রাজার প্রস্তাব আইসিসির টেবিলে

ভারত-পাকিস্তান নিয়ে রমিজ রাজার প্রস্তাব আইসিসির টেবিলে

হার্ট অ্যাটাক জয় করে নেটে ফিরলেন আবিদ আলী

হার্ট অ্যাটাক জয় করে নেটে ফিরলেন আবিদ আলী

অস্ট্রেলিয়াকে আতিথ্য দিয়ে পিসিবির আয় ২০০ কোটি রুপি

অস্ট্রেলিয়াকে আতিথ্য দিয়ে পিসিবির আয় ২০০ কোটি রুপি

ক্যারিবিয়ান সিরিজে বায়ো-বাবল রাখছে না পিসিবি

ক্যারিবিয়ান সিরিজে বায়ো-বাবল রাখছে না পিসিবি