বাঁ-হাতি স্পিনার এনামুল হক জুনিয়রের ঘূর্ণিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা চার ম্যাচ হারের লজ্জা পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। নিজেদের অষ্টম ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের কাছে ৭ উইকেটে হেরে গেছে তারকাখচিত মোহামেডান।
শনিবার (৯ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে রূপগঞ্জ টাইগার্স। ব্যাট হাতে সাবধানী শুরু ছিল মোহামেডানের দুই ওপেনার রনি তালুকদার ও পারভেজ হোসেন ইমনের। ১২ ওভারে ২৯ রান তুলেন তারা। তবে ৫৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে মোহামেডান।
চতুর্থ উইকেটে চাপটা সামলে উঠেছিলেন রুবেল মিয়া ও মাহমুদউল্লাহ রিয়াদ। জুটিতে ৪৯ রান যোগও করেন তারা। তবে ১০২ রানে চতুর্থ পতনের পর এনামুলের ঘূর্ণিতে ১৪৩ রানে সবক’টি উইকেট হারায় মোহামেডান। ৪১ রানে শেষ ৭ উইকেট হারায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ।
৯ দশমিক ১ ওভারে ৪১ রান দিয়ে ৫ উইকেট নেন এনামুল। ১৩৩ ম্যাচের লিস্ট ‘এ’ ক্রিকেটে এই প্রথম পাঁচ উইকেট নিলেন তিনি। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৮ ম্যাচে ৩৪বার পাঁচ উইকেট নেন এনামুল।
১৪৪ রানের সহজ টার্গেটে খেলতে নেমে শুরুতেই উইকেট হারালেও পরের দিকের ব্যাটারদের দৃঢ়তায় ৮২ বল বাকি রেখেই ম্যাচ জিতে নেয় রূপগঞ্জ টাইগার্স। আসিফ আহমেদ ৪৮, ফজলে মাহমুদ অপরাজিত ৩৯ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন রূপগঞ্জ টাইগার্সের এনামুল হক জুনিয়র।
এদিকে, এ জয়ে ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠলো রূপগঞ্জ টাইগার্স। আর ৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানেই থাকলো মোহামেডান।
স্পোর্টসমেইল২৪/আরএস