পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টের প্রথম দিন শেষ বিকেলে বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়েছিলেন স্পিনার তাইজুল ইসলাম ও পেসার খালেদ আহমেদ। দ্বিতীয় দিনেও অব্যাহত রেখেছেন বল হাতের লড়াই। দু’জনের আরও একটি করে উইকেট শিকারে শেষ হয়েছে দ্বিতীয় দিনের প্রথম সেশন। তবে ব্যাট হাতে বাংলাদেশকে ভোগাচ্ছেন কেশভ মহারাজ।
প্রথম দিনের ৯০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৮ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। তাইজুল ৩টি ও খালেদ ২টি উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় দিনের প্রথম সেশনে আরও দুটি উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে একটি করে ভাগ করে নিয়েছেন তাইজুল এবং খালেদ।
দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ৩৮৪ রান। ব্যাট হাতে ৫৫ রানে কেশভ মহারাজ এবং ৩ রানে সাইমন হারমার অপরাজিত রয়েছেন।
৫ উইকেট ও ২৭৮ রানের সংগ্রহ নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেন কাইল ভেরিনি (১০) এবং ওয়াইন মুল্ডার (০)। শনিবার দ্বিতীয় দিন ভেরিনিকে ২২ রানে থামান পেসার খালেদ আহমেদ। ভেরিনিকে সরাসরি বোল্ড করে ইনিংসে তৃতীয় উইকেট শিকার করেন খালেদ।
দলীয় ৩০০ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর ৩৮০ রানে সপ্তম উইকেট হারায় স্বাগতিকরা। মুল্ডারকে ৩৩ রানে আটকে দিয়ে ইনিংসে নিজের চতুর্থ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম।
তবে অন্যপ্রান্তে বাংলাদেশ বোলারদের বিপক্ষে দ্রুত রান তুলেন মহারাজ। ৬১ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৫ রান তুলে বিরতিতে গেছেন মহারাজ। ৩ রানে অপরাজিত সিমোন হার্মার। বাংলাদেশের তাইজুল ১০৭ রানে ৪টি ও খালেদ ৯১ রানে ৩ উইকেট নিয়েছেন।
স্পোর্টসমেইল২৪/আরএস