ভারত-পাকিস্তান সহ ক্রিকেটের দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে চার জাতির টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। আইসিসির মিটিংয়ে তোলা হয়েছে তার প্রস্তাব। তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
রমিজ রাজা পিসিবির চেয়ারম্যান পদে নিয়োগ পাবার পরপরই পাকিস্তান ক্রিকেটকে আমূল বদলে ফেলায় হাত দিয়েছেন। আর্থিকভাবে বোর্ডকে শক্তিশালী করার পরিকল্পনা নিয়ে নেমেছেন ত্যিনি। যার অংশ হিসেবে দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফর করে গেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ।
রমিজ রাজার প্রথম সফলতা আসে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আয়োজন করার মধ্যে দিয়ে। এই আসর থেকে ভালো অঙ্কের আর্থিক লাভ করে পিসিবি। এরপরই চার জাতি সিরিজের পরিকল্পনার কথা জানান তিনি। তার এই প্রস্তাবে বাকি তিন দলের সায় সহ অপেক্ষা ছিল আইসিসির অনুমোদন।
আইসিসির সভায় জানান হয়েছে, চার জাতি টুর্নামেন্ট নিয়ে আইসিসিও বেশ আগ্রহী। তবে টুর্নামেন্টের ধরণ, সুযোগ সুবিধা সহ নানা দিক আলোচনা করার পর তবেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ক্রিকেটেরর সর্বোচ্চ সংস্থা।
ওইদিকে আইসিসির সভায় আফগানিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করা হয়েছে। বর্তমান তালেবান সরকারের ক্ষমতায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অবস্থা পর্যালোচনা করার জন্যেও চার সদস্যের কমিটি গঠন করেছিল আইসিসি।
কমিটিতে আছেন মরান খাজা (চেয়ারম্যান), রস ম্যাককলাম, লসন নাইডু এবং রমিজ রাজা। আফগানিস্তানের ক্রিকেট পরস্থিতি পর্যবেক্ষণ করে এই চারজনকে রিপোর্ট করতে বলেছিল আইসিসি। কমিটি রিপোর্ট জমা দিয়েছে বলে জানা গেছে। এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা।
স্পোর্টসমেইল২৪/এএইচবি