পাকিস্তানি ক্রিকেটার আবিদ আলী হার্ট অ্যাটাকে আক্রান্ত হবার পর ক্রিকেট মহলে একটা আতঙ্কের ছাপ পরে গিয়েছিল। তার ক্রিকেটে ফেরা নিয়েই দেখা দিয়েছিল শঙ্কা। তবে হার্ট অ্যাটাক জয় করে আবারও ব্যাট হাতে অনুশীলনে ফিরেছেন পাকিস্তানি ওপেনার।
সুস্থ হয়ে অনুশীলনে ফেরার পর সানাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন আবিদ আলী। যেখানে দেখা যাচ্ছে নেটে পুরোদমে ব্যাট করছেন আবিদ।। ভিডিওটি শেয়ার করার সময় তিনি তার ভক্তদের জন্য একটি বার্তাও লিখেছেন।
টুইটে আবিদ লিখেছেন, ‘রমজান একটি আশীর্বাদ। এই বরকতময় মাসে আমার অনুশীলন আরও ভালো হচ্ছে। আপনাদের দোয়ায়, এই ব্যাটিং নেট থেকে মাঠে এবং পাকিস্তান দলে আসবো, ইন শা আল্লাহ।’
হার্ট অ্যাটাকের সময়টাতে আবিদের জন্য প্রার্থনায় বসেছিল পুরো ক্রিকেট বিশ্বের অসংখ্য ভক্ত অনুরাগী। ভক্তদের প্রার্থনা এবং সমর্থনের জন্যও ধন্যবাদ জানিয়েছেন ত্যিনি। টুইটের শেষে লিখেছেন ‘পাকিস্তান জিন্দাবাদ’।
২০২১ সালের ডিসেম্বরে কায়েদ-ই-আজম ট্রফির শেষ রাউন্ডে সেন্ট্রাল পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়ার মধ্যে খেলা চলাকালীন সময় বুকে অস্বস্তি অনুভব করেন আবিদ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে জানা গেছে তীব্র করোনারি সিনড্রোমে আক্রান্ত হয়েছিলেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।
পাকিস্তানের হয়ে সর্বশেষ খেলেছিল ২০২১ সালের ৪ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন আবিদ।পাকিস্তানের হয়ে এ পর্যন্ত ১৬টি টেস্ট ও ৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন আবিদ। টেস্টে চারটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি রান করেছেন ১১৮০। ওয়ানডেতেও রয়েছে একটি সেঞ্চুরি ও ফিফটি।
স্পোর্টসমেইল২৪/এএইচবি