ভারত সিরিজের সূচি চূড়ান্ত করেছে ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৬ পিএম, ০৮ এপ্রিল ২০২২
ভারত সিরিজের সূচি চূড়ান্ত করেছে ইংল্যান্ড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ করেই ইংল্যান্ডের বিমান ধরবে ভারতীয় দল। সেই সফরে ইংলিশদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে। এছাড়াও সর্বশেষ সফরে বাতিল হওয়া টেস্ট ম্যাচও খেলবে দু’দল।

চলতি বছরের জুলাইয়ে যুক্তরাজ্য সফর করে ভারতীয় দল। ইংল্যান্ডের বিপক্ষে বাতিল হওয়া টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে এই সফর। ১ জুলাই থেকে ওল্ড ট্রাফোর্ডে গড়াবে বাকি থাকা এক টেস্ট। সর্বশেষ ২০২১ সালের ওই সফরে করোনাভাইরাস মহামারির কারণে এই সফর স্থগিত করা হয়েছিল। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।

টেস্ট ম্যাচের পর ৭ জুলাই থেকে শুরু হবে টি-টোয়েন্টি ম্যাচ। সাউথহ্যাম্পটনের  দ্য রোজ বোলে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ এবং ১০ জুলাই বার্মিংহাম এবং ট্রেন্ট ব্রিজে।

১২ জুলাই কেনিংটন ওভালে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৪ এবং ১৭ জুলাই লর্ডস এবং ওল্ড ট্রাফোর্ডে।

এদিক টেস্ট ম্যাচ চলাকালীন দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এই দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে জুলাইয়ের ১ এবং ৩ তারিখ। ম্যাচ দুইটি ভেন্যু যথাক্রমে ডার্বি এবং নর্থহ্যাম্পটনশায়ার।

এদিকে ইংল্যান্ড সফর শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি ম্যাচও খেলার কথা রয়েছে ভারতের। ম্যাচ দুইটি আয়োজিত হবে জুলাইয়ের ২৭ এবং ২৮ তারিখ।

এদিকে ভারত সফরের আগে নিজেদের ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। আর ভারত সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ খেলতে ইংলিশদের আতিথ্য নিবে দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

সেঞ্চুরি দিয়ে অ্যালিস্টার কুকের নতুন কাউন্টি মৌসুম শুরু

সেঞ্চুরি দিয়ে অ্যালিস্টার কুকের নতুন কাউন্টি মৌসুম শুরু

চলতি মৌসুমে মাঠে ফেরা নিয়ে শঙ্কায় স্টোকস

চলতি মৌসুমে মাঠে ফেরা নিয়ে শঙ্কায় স্টোকস

ইংল্যান্ড সিরিজে প্রস্তুত উইলিয়ামসন: গ্যারি স্টেড

ইংল্যান্ড সিরিজে প্রস্তুত উইলিয়ামসন: গ্যারি স্টেড

চার জাতি সিরিজ থেকে ৬৫০ মিলিয়ন ডলার আয়ের কথা ভাবছে পিসিবি

চার জাতি সিরিজ থেকে ৬৫০ মিলিয়ন ডলার আয়ের কথা ভাবছে পিসিবি