পারভেজ রসুলের পারফর্মেন্সে আবাহনীকে হারালো শেখ জামাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৮ এপ্রিল ২০২২
পারভেজ রসুলের পারফর্মেন্সে আবাহনীকে হারালো শেখ জামাল

বল হাতে পাঁচ উইকেট নিয়ে আবাহনীর ব্যাটিং লাইন আপকে একাই ধসিয়ে দিয়েছিলেন শেখ জামালের কাশ্মিরী ক্রিকেটার পারভেজ রসুল। মাত্র ১৭৭ রানে গুটিয়ে যায় আবাহনীর ইনিংস। ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে আবাহনীকে পাঁচ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

শুক্রবার (৮ এপ্রিল) বিকেএসপিতে আগে ব্যাট করে মাত্র ১৭৭ রানে গুটিয়ে যায় আবাহনীর ইনিংস। ব্যাট হাতে সর্বোচ্চ ৫১ রান করেন শামীম পাটোয়ারি। এছাড়া জাকের আলি অনিকের ব্যাট থেকে আসে ৩২ রান এবং মুনিম শাহরিয়ার করেন ২৫ রান।

শেখ জামালের হয়ে মাত্র ২৯ রানে পাঁচ উইকেট শিকার করেন পারভেজ রসুল। মূলত তার ঘূর্ণি জাদু সামলাতে না পেরেই ১৭৭ রানেই গুটিয়ে যায় আবাহনী। শেখ জামালের হয়ে দুই উইকেট শিকার করেন সানজামুল ইসলাম।

১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার সাইফ হাসান এবং সৈকত আলি। উদ্বোধনী জুটিতে তারা করেন ৪৪ রান। সাইফ হাসান ফেরার পরপরই প্যাভিলিয়নের পথ ধরেন সৈকত আলিও।

দুই ব্যাটারের বিদায়ের পর জহুরুল ইসলাম অমি এবং ইমরুল কায়েসও বলার মতো কিছু করতে পারেননি। দুইজনের ব্যাট থেকে আসে যথাক্রমে ২১ এবং ২৬ রান।

এরপর অবশ্য দলের হাল ধরেন রবিউল ইসলাম রবি। ৮৮ বলে ৫৭ রানের ইনিংস। তাকে সঙ্গ দেন পারভেজ রসুল এবং তাইবুর রহমান। আর এতেই শেখ জামালের জয় নিশ্চিত হয়।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ৮ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে শেখ জামাল। আর সমান সংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে আবাহনী।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

চিরপ্রতিদ্বন্দ্বি আবাহনীর কাছে হারলো মোহামেডান

চিরপ্রতিদ্বন্দ্বি আবাহনীর কাছে হারলো মোহামেডান

ঢাকা লিগে টানা তিন জয়ের পর প্রাইম ব্যাংকের হার

ঢাকা লিগে টানা তিন জয়ের পর প্রাইম ব্যাংকের হার

ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন আশরাফুল

ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন আশরাফুল

ব্যাটে লাগা বলে এলবিডব্লিউ, আম্পায়ারকে বিসিবির শোকজ

ব্যাটে লাগা বলে এলবিডব্লিউ, আম্পায়ারকে বিসিবির শোকজ