ডারবানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। পোর্ট এলিজাবেথে সেই সিদ্ধান্ত নিতে হয়নি তাকে। ডিন এলগারের সিদ্ধান্তে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। আর প্রথম সেশনেই বাংলাদেশকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে দক্ষিণ আফ্রিকা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাট হাতে বাংলাদেশি বোলারদের উপর চড়াও হয়ে খেলতে শুরু করেন দক্ষিণ আফ্রিকান ওপেনার ডিন এলগার। তাই তো ৬৬ বলেই তুলে নিয়েছেন টানা তিন নম্বর হাফ সেঞ্চুরি।
একদিকে ডিন এলগার চড়াও হয়ে খেললেও স্বাভাবিক খেলাই খেলছিলেন আরেক ওপেনার শিরিল এডইউ। তার ব্যাটে ৪০ বলে আসে ২৪ রান। অবশ্য এতো রান করার সুযোগ তিনি পেতেনই না। অধিনায়কের মমিনুলের ভুল সিদ্ধান্তে ২৪ রান করতে পেরেছেন এই ওপেনার।
দিনের শুরুতেই এডইউয়ের বিপক্ষে লেগ বিফোরের জোরালো আবেদন করেন বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। তবে সেই সিদ্ধান্ত নাকচ করে দেন আম্পায়ার। রিভিউ নেওয়ার সুযোগ থাকলেও সেই পথে হাঁটেননি অধিনায়ক মমিনুল। পরে রিপ্লেতে দেখা যায়, আউট ছিলেন এডইউ। এতেই প্রথম আক্ষেপে পোড়ে বাংলাদেশ।
পরে অবশ্য খালেদের বলেই দলীয় ৫২ রানে উইকেটের পিছনে লিটন দাসের কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন সিরিল এডইউ।
এরপরেই দলের হাল ধরেন ফর্মে থাকা কিগান পিটারসন আর ডিন এলগার। দুইজন মিলে বাংলাদেশের বোলারদের বেশ দেখেশুনেই খেলতে থাকেন। এতেই প্রথম সেশন নিজেদের করে নেয় দক্ষিণ আফ্রিকা।
মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ১০৭ রান। বাংলাদেশের হয়ে একমাত্র সাফল্য বলতে খালেদ আহমেদের ওই এক উইকেট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর